হত্যা মামলার প্রধান আসামি কসবা থানায় আত্মসমর্পণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় এক হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। গতকাল বুধবার (৭ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মো. ইমন (২০) নামের ওই যুবক থানায় এসে নিজেই পুলিশের কাছে ধরা দেন। তিনি গাজীপুর জেলার টঙ্গী থানার পশ্চিমপাড়া টিএনটি এলাকার বাসিন্দা এবং আকবর আলীর ছেলে।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, ইমন গত ২০ এপ্রিল গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় এক হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান এবং আত্মগোপনে থাকার উদ্দেশ্যে ট্রেনযোগে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে থাকেন।
পুলিশ আরও জানায়, দেশজুড়ে টানা যাত্রা এবং আত্মগোপনের ক্লান্তিতে ইমন মানসিকভাবে ভেঙে পড়েন। অবশেষে হতাশাগ্রস্ত অবস্থায় তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় এসে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন। পুলিশ ইমনের পরিচয় যাচাই করে টঙ্গী পূর্ব থানার সঙ্গে যোগাযোগ করে তার বিরুদ্ধে থাকা মামলার সত্যতা নিশ্চিত করে।
আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ইমনকে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।