London ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সেমিফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে ভারত। রোহিত শর্মাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির হ্যাটট্রিক ফাইনালের হাতছানি। দারুণ ছন্দে থাকা ম্যান ইন ব্লুদের আত্মবিশ্বাসেরও ঘাটতি নেই।

অবশ্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হওয়ায় একটা ভয় আছে ভারতীয় সমর্থকদের। আইসিসি টুর্নামেন্ট মানেই যেন অন্য এক অস্ট্রেলিয়া। গতকাল সংবাদ সম্মেলনেও যা স্বীকার করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি ভারতীয় শিবিরে। প্যাট কামিন্স, জস হ্যাজলউডদের মতো তারকারা না থাকায় এবারের আসরে অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ কিছুটা দুর্বল হলেও ব্যাটিং যথেষ্ট শক্তিশালী। দুবাইয়ের স্পিন সহায়ক পিচে নিউজিল্যান্ডের মতো সমস্যায় অস্ট্রেলিয়া পড়বে না বলেই মনে করা হচ্ছে।

সেমিফাইনালে পরিবর্তন আসতে পারেভারতের প্রথম একাদশে। দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ। ইনিংস শুরু করবেন রোহিত এবং শুভমন গিল। ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা নেই তেমন।

আগের তিনটি ম্যাচের মতোই অপরিবর্তিত থাকবে ভারতীয় দলের ব্যাটিং শক্তি। তিন নম্বরে বিরাট কোহলি নিশ্চিত। তারপর ব্যাটিং অর্ডারের চার নম্বরে জায়গা পাকা শ্রেয়াস আইয়ারেরও।

গম্ভীরের পরিকল্পনা মতোই ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে আসবেন অক্ষর প্যাটেল। ছয় নম্বরে থাকবেন লোকেশ রাহুল। তিনিই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন।এই ম্যাচেও ঋষভ পান্তের খেলার সম্ভাবনা নেই।

ভারতের ব্যাটিং অর্ডারের সাত এবং আট নম্বরে থাকবেন দুই অলরাউন্ডার। সাত নম্বরে থাকবেন হার্দিক পান্ডিয়া। আট নম্বরে নামবেন রবীন্দ্র জাদেজা। শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। এই তিন জায়গায় দেখা যেতে পারে হর্ষিত রানা, মোহাম্মদ শামি এবং বরুণ চক্রবর্তীকে।

 

নিউজিল্যান্ড ম্যাচে খেলার সুযোগ পেয়েই পাঁচ উইকেট নিয়েছেন বরুণ। এমন সাফল্যের পর তার সেমিফাইনাল খেলা এক রকম নিশ্চিত। তবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার স্পিনারে খেলার ঝুঁকি সম্ভবত নেবেন না গম্ভীর। তাই বসতে হতে পারে কুলদীপ যাদবকে।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রথম একাদশেও একাধিক পরিবর্তন হতে পারে। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন ওপেনার ম্যাথিউ শর্ট। তার পরিবর্তে ওপেন করতে পারেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। দুবাইয়ের পিচে তার লেগ স্পিন বাড়তি পাওয়া হবে। ইনিংসের শুরুতে থাকবেন ট্র্যাভিস হেডও।

তিন নম্বরে অধিনায়ক স্মিথের নামা নিয়ে কোনো প্রশ্ন নেই। ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন মার্নাস লাবুশেন। পাঁচ নম্বরে জস ইংলিসের খেলা নিয়েও সংশয় নেই। ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে অ্যালেক্স ক্যারির বদলে অস্ট্রেলিয়া খেলাতে পারে ব্যাটিং অলরাউন্ডার কুপার কোনোলিকে। ব্যাটিং অর্ডারের সাত নম্বরে অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েলের খেলাও এক রকম নিশ্চিত।

অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের শেষ চারটি জায়গায় থাকতে পারেন চার বিশেষজ্ঞ বোলার। আট নম্বরে সম্ভবত দেখা যাবে শন অ্যাবটকে। এরপর দেখা যেতে পারে বেন ডোয়ারশুইসকে। ব্যাটিং অর্ডারের ১০ নম্বরে থাকবেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। শেষে আছেন স্পেনসর জনসন।

ভারতের সম্ভাব্য একাদশ: 
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: 
জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জস ইংলিস (উইকেটরক্ষক), কুপার কোনোলি, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট, বেন ডোয়ারশুইস, অ্যাডাম জাম্পা ও স্পেনসর জনসন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৭:৫৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
Translate »

সেমিফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

আপডেট : ০৭:৫৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে ভারত। রোহিত শর্মাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির হ্যাটট্রিক ফাইনালের হাতছানি। দারুণ ছন্দে থাকা ম্যান ইন ব্লুদের আত্মবিশ্বাসেরও ঘাটতি নেই।

অবশ্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হওয়ায় একটা ভয় আছে ভারতীয় সমর্থকদের। আইসিসি টুর্নামেন্ট মানেই যেন অন্য এক অস্ট্রেলিয়া। গতকাল সংবাদ সম্মেলনেও যা স্বীকার করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি ভারতীয় শিবিরে। প্যাট কামিন্স, জস হ্যাজলউডদের মতো তারকারা না থাকায় এবারের আসরে অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ কিছুটা দুর্বল হলেও ব্যাটিং যথেষ্ট শক্তিশালী। দুবাইয়ের স্পিন সহায়ক পিচে নিউজিল্যান্ডের মতো সমস্যায় অস্ট্রেলিয়া পড়বে না বলেই মনে করা হচ্ছে।

সেমিফাইনালে পরিবর্তন আসতে পারেভারতের প্রথম একাদশে। দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ। ইনিংস শুরু করবেন রোহিত এবং শুভমন গিল। ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা নেই তেমন।

আগের তিনটি ম্যাচের মতোই অপরিবর্তিত থাকবে ভারতীয় দলের ব্যাটিং শক্তি। তিন নম্বরে বিরাট কোহলি নিশ্চিত। তারপর ব্যাটিং অর্ডারের চার নম্বরে জায়গা পাকা শ্রেয়াস আইয়ারেরও।

গম্ভীরের পরিকল্পনা মতোই ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে আসবেন অক্ষর প্যাটেল। ছয় নম্বরে থাকবেন লোকেশ রাহুল। তিনিই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন।এই ম্যাচেও ঋষভ পান্তের খেলার সম্ভাবনা নেই।

ভারতের ব্যাটিং অর্ডারের সাত এবং আট নম্বরে থাকবেন দুই অলরাউন্ডার। সাত নম্বরে থাকবেন হার্দিক পান্ডিয়া। আট নম্বরে নামবেন রবীন্দ্র জাদেজা। শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। এই তিন জায়গায় দেখা যেতে পারে হর্ষিত রানা, মোহাম্মদ শামি এবং বরুণ চক্রবর্তীকে।

 

নিউজিল্যান্ড ম্যাচে খেলার সুযোগ পেয়েই পাঁচ উইকেট নিয়েছেন বরুণ। এমন সাফল্যের পর তার সেমিফাইনাল খেলা এক রকম নিশ্চিত। তবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার স্পিনারে খেলার ঝুঁকি সম্ভবত নেবেন না গম্ভীর। তাই বসতে হতে পারে কুলদীপ যাদবকে।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রথম একাদশেও একাধিক পরিবর্তন হতে পারে। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন ওপেনার ম্যাথিউ শর্ট। তার পরিবর্তে ওপেন করতে পারেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। দুবাইয়ের পিচে তার লেগ স্পিন বাড়তি পাওয়া হবে। ইনিংসের শুরুতে থাকবেন ট্র্যাভিস হেডও।

তিন নম্বরে অধিনায়ক স্মিথের নামা নিয়ে কোনো প্রশ্ন নেই। ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন মার্নাস লাবুশেন। পাঁচ নম্বরে জস ইংলিসের খেলা নিয়েও সংশয় নেই। ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে অ্যালেক্স ক্যারির বদলে অস্ট্রেলিয়া খেলাতে পারে ব্যাটিং অলরাউন্ডার কুপার কোনোলিকে। ব্যাটিং অর্ডারের সাত নম্বরে অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েলের খেলাও এক রকম নিশ্চিত।

অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের শেষ চারটি জায়গায় থাকতে পারেন চার বিশেষজ্ঞ বোলার। আট নম্বরে সম্ভবত দেখা যাবে শন অ্যাবটকে। এরপর দেখা যেতে পারে বেন ডোয়ারশুইসকে। ব্যাটিং অর্ডারের ১০ নম্বরে থাকবেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। শেষে আছেন স্পেনসর জনসন।

ভারতের সম্ভাব্য একাদশ: 
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: 
জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জস ইংলিস (উইকেটরক্ষক), কুপার কোনোলি, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট, বেন ডোয়ারশুইস, অ্যাডাম জাম্পা ও স্পেনসর জনসন।