সুদানে আরএসএফের হামলায় নিহত ১২৪
সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় কমপক্ষে ১২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জন।
শুক্রবার (২৫ অক্টোবর) দেশটির ইল গাজিরা রাজ্যের একটি গ্রামে আরএসএফ এ হামলা চালায়।স্থানীয় অ্যাক্টিভিস্টদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ১৮ মাসের যুদ্ধে এটি সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর একটি এবং রাজ্যে সাম্প্রতিক সহিংসতার সবচেয়ে বড় ঘটনা।
ওয়াদ মাদানি রেজিস্ট্যান্স কমিটি শনিবার (২৬ অক্টোবর) জানিয়েছে, রাজ্যের উত্তরে আল-সিরেহা গ্রামে সাম্প্রতিক সহিংসতার সবচেয়ে গুরুতর ঘটনা ঘটেছে। সেখানে আরএসএফের হামলায় অন্তত ১২৪ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওগুলোতে শতাধিক মৃতদেহ ও গণকবর খননের দৃশ্য দেখা গেছে।
এ হামলার বিষয়ে সেনাবাহিনী ও আরএসএফের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরএসএফের এই ‘প্রতিশোধমূলক অভিযানের’ তীব্র নিন্দা জানিয়েছে এবং একে ‘গণহত্যা ও জাতিগত নিধনের শামিল’ বলে আখ্যায়িত করেছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে দেশটির সশস্ত্র বাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ চলছে। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের (এসিএলইডি) ১৪ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ২৪,৮৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।