London ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দুর্গাপুরে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত ট্রাক চাপায় মোটরসাইকেল আরহি নিহত কালিয়াকৈরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালিয়াকৈরে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ” ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা- ২০২৫ উদ্বোধন হয়েছে ডাল মিলকে ২ লাখ টাকা জড়িমানা বারহাট্টায় চোরাচালানের বিপুল সংখ্যক ভারতীয় শাড়ী ও থ্রি পিসসহ আটক ২ সিংড়ায় ৩১ দফার প্রচারণায় বিএনপি নেতা দাউদার মাহমুদ কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন, আব্দুল হান্নান সভাপতি, মকিস মনসুর, সম্পাদক নির্বা‌চিত নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ঝুমা তালুকদার ঢাকায় গ্রেপ্তার

সীতাকুণ্ডে মন্দিরের সেবায়েতের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝুলন্ত লাশ উদ্ধার প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকায় লোকনাথ মন্দিরের সেবায়েত সুকুমার দাসের (৮০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

নিহত সুকুমার দাস ওই এলাকার একটি বাড়িতে থাকতেন। তাঁর চার ছেলে ও চার মেয়ে রয়েছে। তিনি নিজের প্রতিষ্ঠিত লোকনাথ মন্দিরের সেবায়েত ছিলেন।

সরেজমিন দেখা গেছে, সুকুমার দাসের লাশ তাঁর বাড়ির পাশে পুকুরপাড়ে একটি আমলকীগাছের সঙ্গে একটি দড়িতে ঝুলছে। উৎসুক জনতা লাশটি দেখার জন্য ভিড় করছে।

কথা হয় সুকুমার দাসের মেজ ছেলে ঝন্টু দাসের সঙ্গে। তিনি বলেন, তাঁর বাবা আত্মহত্যা করতে পারেন না। তাঁকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যেভাবে তাঁর শরীর মাটির সঙ্গে লাগানো ছিল, সেভাবে রশিতে ঝুলে কেউ আত্মহত্যা করতে পারেন না। তাঁর অভিযোগ, তাঁর ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে পারিবারিক ঝামেলা রয়েছে। এ কারণে লাশের অবস্থা দেখে তাঁর ধারণা, সুকুমারকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, লোকনাথ মন্দির প্রতিষ্ঠার পর থেকে সুকুমার দাস সেখানে সেবায়েতের দায়িত্ব পালন করেছেন। প্রতিদিন তিনি রাত আটটার মধ্যে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাতে ঘুম থেকে উঠে যান। এরপর মন্দিরে এসে প্রার্থনা করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দাদের সংবাদের ভিত্তিতে তিনি ঘটনাস্থল থেকে সুকুমার দাসের লাশ উদ্ধার করেন। প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে বিষয়টি রহস্যজনক মনে হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে মামলা করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৯:১৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
৭৫
Translate »

সীতাকুণ্ডে মন্দিরের সেবায়েতের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৯:১৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

ঝুলন্ত লাশ উদ্ধার প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকায় লোকনাথ মন্দিরের সেবায়েত সুকুমার দাসের (৮০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

নিহত সুকুমার দাস ওই এলাকার একটি বাড়িতে থাকতেন। তাঁর চার ছেলে ও চার মেয়ে রয়েছে। তিনি নিজের প্রতিষ্ঠিত লোকনাথ মন্দিরের সেবায়েত ছিলেন।

সরেজমিন দেখা গেছে, সুকুমার দাসের লাশ তাঁর বাড়ির পাশে পুকুরপাড়ে একটি আমলকীগাছের সঙ্গে একটি দড়িতে ঝুলছে। উৎসুক জনতা লাশটি দেখার জন্য ভিড় করছে।

কথা হয় সুকুমার দাসের মেজ ছেলে ঝন্টু দাসের সঙ্গে। তিনি বলেন, তাঁর বাবা আত্মহত্যা করতে পারেন না। তাঁকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যেভাবে তাঁর শরীর মাটির সঙ্গে লাগানো ছিল, সেভাবে রশিতে ঝুলে কেউ আত্মহত্যা করতে পারেন না। তাঁর অভিযোগ, তাঁর ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে পারিবারিক ঝামেলা রয়েছে। এ কারণে লাশের অবস্থা দেখে তাঁর ধারণা, সুকুমারকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, লোকনাথ মন্দির প্রতিষ্ঠার পর থেকে সুকুমার দাস সেখানে সেবায়েতের দায়িত্ব পালন করেছেন। প্রতিদিন তিনি রাত আটটার মধ্যে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাতে ঘুম থেকে উঠে যান। এরপর মন্দিরে এসে প্রার্থনা করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দাদের সংবাদের ভিত্তিতে তিনি ঘটনাস্থল থেকে সুকুমার দাসের লাশ উদ্ধার করেন। প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে বিষয়টি রহস্যজনক মনে হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে মামলা করা হবে।