সিরাজগঞ্জে ডায়রিয়ার প্রাদুর্ভাব-বিএনপি নেতাকর্মীদের স্যালাইন ও খাবার পানি বিতরণ

সিরাজগঞ্জ পৌরসভার দুটি এলাকায় হঠাৎ করে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত পাঁচ দিনে অন্তত তিন শতাধিক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের অনেকেই চিকিৎসার জন্য নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। কেউ কেউ আবার বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সার্বিক সহযোগিতায় শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আক্রান্ত রোগীদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। একই সঙ্গে তারা বিভিন্ন হাসপাতালে ঘুরে রোগীদের খোঁজখবর নেন।
সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের কষ্টে পাশে থেকেছে। আজকের এই উদ্যোগ তারই ধারাবাহিকতা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ বলেন, ডায়রিয়ায় আক্রান্ত মানুষদের জন্য আমরা স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছি। তবে কেন হঠাৎ এভাবে রোগ ছড়িয়ে পড়লো, তা খতিয়ে দেখার জন্য আমরা পৌর কর্তৃপক্ষ ও সিভিল সার্জনের কাছে জোর দাবি জানাচ্ছি।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন শানু বলেন, আমরা শুধু সাহায্যই করছি না, পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। বিশুদ্ধ পানি ব্যবহার ও খাবারের প্রতি সবাইকে আরও সচেতন হতে হবে।
নেতাকর্মীরা বলেন, আক্রান্ত এলাকায় বিশুদ্ধ পানির সংকট, ড্রেনেজ ব্যবস্থা এবং স্যানিটেশনের অব্যবস্থাপনা ডায়রিয়া বিস্তারের অন্যতম কারণ হতে পারে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় প্রশাসন, পৌরসভা এবং স্বাস্থ্য বিভাগের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হিমেল, যুগ্ম সম্পাদক সবুজ, আরিফুল ইসলাম রানা, জহুরুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য রাকিব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবির ও হান্নানসহ আরও অনেকে।