সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া-কাজিপুর আঞ্চলিক সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কাজিপুর উপজেলার রতনকান্দি ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম মোঃ শামিম হোসেন (৪৫)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের মৃত হারুন শেখের পুত্র। শামিম হোসেন দীর্ঘদিন ধরে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে কাজিপুরগামী ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এর একটি মালবাহী ট্রাক (গাছের গুঁড়ি বোঝাই) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে গিয়ে সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক শামিম হোসেনকে উদ্ধার করেন। তবে চিকিৎসকরা তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি ও রাতের আঁধারে সতর্কতা না মানার কারণেই প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।























