সান্তাহারে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত,নির্বাচন ঘিরে ঐক্যের ডাক, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে প্রান্নাথপুর স্কুল মাঠে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে স্কুল মাঠ এলাকাজুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য।
সান্তাহার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন আহমেদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল মুহিত তালুকদার।
প্রধান অতিথির দেয়া বক্তব্যে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল মুহিত তালুকদার বলেন, “গত ১৭ বছর ফ্যাসিবাদের দুঃশাসন মানুষের সব অধিকারকে বন্দি করে রেখেছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে ক্ষমতায় আনতেই হবে। বিএনপি বিজয়ী হলে দেশে কোনো ধরনের সংকট বা বৈষম্য থাকবে না, ফিরে আসবে গণতন্ত্র ও সুস্থ রাজনৈতিক পরিবেশ।”
তিনি স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মোঃ মাহফুজুল হক টিকন বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম।”
সম্মেলনে আরও বক্তব্য দেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম মধু, সম্পাদক মণ্ডলীর সদস্য নওশাদুল হক মিলন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আসলাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান নান্টু, সাংগঠনিক সম্পাদক বাবলু প্রামাণিক, সাবেক সাধারণ সম্পাদক নজমুল হক নজো ও বিএনপি নেতা নওফিল আলামিন রবি।
নেতারা বক্তব্যে বর্তমান জাতীয় পরিস্থিতি, ভোটাধিকার, তরুণদের ভূমিকা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার নানা দিক তুলে ধরেন। মাঠে উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সম্মেলনকে প্রাণবন্ত করে তোলেন।
সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
পরে সভাপতি মোঃ কামাল হোসেন তাঁর সমাপনী বক্তব্যে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়ে কর্মী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।






















