London ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বাত্মক যুদ্ধের শঙ্কায় কাঁপছে মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে দীর্ঘ-শঙ্কিত ‘বৃহত্তর যুদ্ধ’ এখন অনেকটাই বাস্তবের পথে।  গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে একের পর এক প্রতিবেশী ভূখণ্ডে হামলা চালিয়ে উত্তেজনা বাড়িয়েছে ইহুদিবাদী দেশটি।  হামাসের পর হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং শেষ পর্যন্ত ইরানের সঙ্গে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছে তেল আবিব।  

ইসরায়েল হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা এবং লেবাননে স্থল অভিযান শুরুর পর দেশটিতে নজিরবিহীনভাবে প্রায় ২০০টি  রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মঙ্গলবার প্রতিশোধ নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউইয়র্ক টাইমস বলেছে, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে সংঘাতময় এই অঞ্চলটি বর্তমানে সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে উপনীত হয়েছে। 

এখন প্রধান প্রশ্ন, সংঘাত কতটা বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্র এ সংঘাতে আরও সরাসরি জড়িত হবে কিনা। গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ একটি টার্নিং পয়েন্ট হতে পারে। বাইডেন প্রশাসন বলছে,  ইরানে পাল্টা আঘাত করার অধিকার ইসরায়েলের রয়েছে।  তবে তারা যুদ্ধবাজ ইসরায়েলি কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছে,  ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা করলে তাতে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

তবে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্রের হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি  বলেছেন, ‘ইসরায়েল এ ধরনের অপরাধ অব্যাহত রাখলে বা আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চাইলে তেহরানের পরবর্তী অভিযান আরও কয়েক গুণ শক্তিশালী হবে।  ইসরায়েলের সব অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।’ তিনি আরও বলেন, ইরানের বিশেষায়িত সামরিক শাখা রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র হামলা করার জন্য প্রস্তুত।

এদিকে, ইসরায়েল গতকাল বুধবার লেবাননে ফের হামলা শুরু করেছে এবং ঘোষণা করেছে, তারা মঙ্গলবার থেকে  শুরু হওয়া স্থল অভিযান চালাতে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার গভীর রাতে তেহরানকে সতর্ক করে বলেছেন, তারা ‘বড় ভুল’ করেছে।

জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকদের বলেছেন, ইসরায়েল ‘প্রতিশোধমূলক পদক্ষেপ নিলে আমাদের প্রতিক্রিয়া আরও কঠোর হবে।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে যে কোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছে তেহরান।

ইসরায়েলে নজিরবিহীন হামলার প্রশংসা করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশের নাগরিক ও স্বার্থরক্ষায় এটি একটি ‘অবধারিত’ প্রতিক্রিয়া ছিল। এ পরিস্থিতে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে গতকাল জরুরি বৈঠকে বসে নিরাপত্তা পরিষদ। 

বিশ্লেষকরা বলছেন, ক্রমবর্ধমান উত্তেজনার ফলে শঙ্কা জাগছে যে, গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ পর্যন্ত এই অঞ্চলজুড়ে সর্বাত্মক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। 

আলজাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইসরায়েলকে সংযত করতে হবে অথবা আরেকটি দুঃখজনক এবং ব্যয়বহুল উপসাগরীয় যুদ্ধের ঝুঁকি নিতে হবে। তিনি বলেন, ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতা যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে প্রেসিডেন্ট বাইডেনের নীতিকে জটিল করে তুলেছে। যুদ্ধ বিস্তৃতির বিরোধিতা করা সত্ত্বেও বাইডেন প্রশাসন গাজা, লেবানন এবং তার বাইরে ইসরায়েলের হামলার প্রতিবাদ করছে না।  বিশারা বলেছেন,  বাইডেনের এখনও কিছু করার ক্ষমতা রয়েছে; কিন্তু তিনি তা ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন। ইসরায়েলকে কোনো পরিণতি ভোগ করা ছাড়াই কাজ করার অনুমতি দিয়েছেন তিনি।

হিজবুল্লাহর হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত 
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের হামলায় ইসরায়েলের আট সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৮ সেনাসদস্য। 

গতকাল সকালে সীমান্তবর্তী শহর ওদাইসেতে ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। এদিন হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে প্রথম মুখোমুখি সংঘর্ষ হয়। হিজবুল্লাহ বলছে, তারা ইসরায়েলি সৈন্যদের লেবাননের শহর থেকে পিছু হটতে বাধ্য করেছে। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ওদাইসেতে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর অতর্কিত হামলাকে তাদের একটি বিজয় হিসেবে ধরা হচ্ছে। কারণ এই হামলার পর ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। অথচ শহরটিতে প্রবেশের আগে সেখানে ব্যাপক কামান হামলা চালিয়েছিল তারা।

হিজবুল্লাহর মিডিয়া অফিসের প্রধান মোহাম্মদ আফিফ বলেছেন, ইসরায়েলকে হটিয়ে দেওয়ার জন্য দলটির কাছে যথেষ্ট যোদ্ধা, অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

আফিফ দক্ষিণ লেবাননে সাংবাদিকদের বলেন, ‘শত্রুরা, আমরা আপনাদের আশ্বস্ত করছি, এটি শুধু প্রথম রাউন্ড। আমরা আল্লাহর কৃপায় মাতৃভূমির জন্য আমাদের রক্ত এবং জীবন উৎসর্গ করতে প্রস্তুত।’

হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলি বন্দর শহরের উত্তরে একটি বড় ক্ষেপণাস্ত্র বহর দিয়ে লক্ষ্যবস্তু করেছে। হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। 

এদিকে ইয়েমেনের হুতি মিলিশিয়া বলেছে, তারা তিন ডানা বিশিষ্ট কুদস-৫ রকেট দিয়ে ইসরায়েলের গভীরে সামরিক চৌকিতে হামলা করেছে।

লেবাননের কর্তৃপক্ষ গতকাল ঘোষণা করেছে, গত বছরের ৮ অক্টোবর থেকে ইসরায়েলি হামলার ফলে ১ হাজার ৮৭৩ জন নিহত এবং ৯ হাজার ১৩৪ জন আহত হয়েছে। ইসরায়েলি আগ্রাসনের সম্মুখীন এলাকা থেকে বাস্তুচ্যুত ব্যক্তির সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। 

ইরান-লেবাননে উল্লাস, আতশবাজি
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনায় ইরান ও লেবাননের মানুষ সড়কে নেমে উল্লাস প্রকাশ করেছে। এ সময় আতশবাজির ঝলকানি দেখা গেছে। অনেকে ফাঁকা গুলি ছুড়ে আনন্দ প্রকাশ করে। হামলার খবর জানার পরপরই ইরানের রাজধানী তেহরানের সড়কে নেমে আসে অনেক মানুষ। তাদের অনেকেই ইরান ও হিজবুল্লাহর পতাকা ওড়ায়। অনেকের হাতে ছিল হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহর ছবি। 

তেহরানে যুক্তরাজ্যের দূতাবাসের সামনেও অনেক মানুষকে উদযাপন করতে দেখা যায়। এর আগে গত এপ্রিলে ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল ইরান। সে সময়ও এখানে উদযাপনে মেতেছিল অনেকে। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে আতশবাজির ঝলকানি ও ফাঁকা গুলির শব্দ শোনা যায়। হিজবুল্লাহর সদস্য, বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী ও ইরান সমর্থকরা রাস্তায় নেমে উল্লাস করে।

বৈরুতের একটি বিদ্যালয়ে দু’জন তরুণ বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান। চিৎকার করে বলেন, ‘আমরা বিজয়ী হয়েছি। আমরা খুবই খুশি।’ ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বাস্তুচ্যুতদের সাময়িক আশ্রয়স্থল হিসেবে বিদ্যালয়টি ব্যবহৃত হচ্ছে।

জাতিসংঘ মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বারবার কথা বলেছেন। 

এ পরিস্থিতিতে ইসরায়েলি কর্তৃপক্ষ মঙ্গলবার গুতেরেসকে ‘পারসনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছে। অর্থাৎ জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি যে কূটনৈতিক সুবিধা পান, সেটা দেবে না ইসরায়েল। দেশটির সরকার বলেছে, জাতিসংঘের ইতিহাসে ‘একটি কলঙ্ক’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটৎসতিনি। 

উত্তেজনা প্রশমনের আহ্বান চীনসহ তিন দেশের
ইরানের ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সে জন্য বেইজিং বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চীনের পক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে প্রধান প্রভাবশালী শক্তিগুলোকে সত্যিকার অর্থে গঠনমূলক ভূমিকা পালন করতে এবং পরিস্থিতির আরও অবনতি রোধ করতে হবে।’ 

এদিকে, সৌদি আরবের অর্থনীতি মন্ত্রী ফয়সাল আল-ইব্রাহিম বলেছেন, তাঁর দেশ ‘উত্তেজনা হ্রাস এবং সংলাপ’ আশা করছে।

ভারত ক্রমবর্ধমান সংঘাতের কারণে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘এটি গুরুত্বপূর্ণ যে, সংঘাতটি বৃহত্তর আঞ্চলিক মাত্রা না নেয় এবং আমরা আলোচনা ও কূটনীতির মাধ্যমে সব সমস্যা সমাধানের আহ্বান জানাই।’

বেড়েছে তেলের দাম
ইসরায়েলে ইরানের হামলার পর বিশ্বে তেলের দাম বেড়েছে। ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের দাম বাড়ল। আশঙ্কা করা হচ্ছে, গতকাল ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে। আর এতে তেল সরবরাহ ব্যাহত হতে পারে। 

ব্রেন্ট ক্রুড তেলকে আন্তর্জাতিকভাবে তেলের দাম মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাপকাঠি বলে বিবেচনা করা হয়। এ ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবার তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়ে যায়। 

এদিকে অনলাইন গণমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তেল উৎপাদন কেন্দ্র এবং অন্যান্য কৌশলগত অবকাঠামোতে হামলা করতে পারে ইসরায়েল।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০২:৩৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
৫০
Translate »

সর্বাত্মক যুদ্ধের শঙ্কায় কাঁপছে মধ্যপ্রাচ্য

আপডেট : ০২:৩৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

মধ্যপ্রাচ্যে দীর্ঘ-শঙ্কিত ‘বৃহত্তর যুদ্ধ’ এখন অনেকটাই বাস্তবের পথে।  গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে একের পর এক প্রতিবেশী ভূখণ্ডে হামলা চালিয়ে উত্তেজনা বাড়িয়েছে ইহুদিবাদী দেশটি।  হামাসের পর হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং শেষ পর্যন্ত ইরানের সঙ্গে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছে তেল আবিব।  

ইসরায়েল হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা এবং লেবাননে স্থল অভিযান শুরুর পর দেশটিতে নজিরবিহীনভাবে প্রায় ২০০টি  রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মঙ্গলবার প্রতিশোধ নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউইয়র্ক টাইমস বলেছে, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে সংঘাতময় এই অঞ্চলটি বর্তমানে সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে উপনীত হয়েছে। 

এখন প্রধান প্রশ্ন, সংঘাত কতটা বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্র এ সংঘাতে আরও সরাসরি জড়িত হবে কিনা। গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ একটি টার্নিং পয়েন্ট হতে পারে। বাইডেন প্রশাসন বলছে,  ইরানে পাল্টা আঘাত করার অধিকার ইসরায়েলের রয়েছে।  তবে তারা যুদ্ধবাজ ইসরায়েলি কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছে,  ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা করলে তাতে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

তবে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্রের হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি  বলেছেন, ‘ইসরায়েল এ ধরনের অপরাধ অব্যাহত রাখলে বা আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চাইলে তেহরানের পরবর্তী অভিযান আরও কয়েক গুণ শক্তিশালী হবে।  ইসরায়েলের সব অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।’ তিনি আরও বলেন, ইরানের বিশেষায়িত সামরিক শাখা রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র হামলা করার জন্য প্রস্তুত।

এদিকে, ইসরায়েল গতকাল বুধবার লেবাননে ফের হামলা শুরু করেছে এবং ঘোষণা করেছে, তারা মঙ্গলবার থেকে  শুরু হওয়া স্থল অভিযান চালাতে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার গভীর রাতে তেহরানকে সতর্ক করে বলেছেন, তারা ‘বড় ভুল’ করেছে।

জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকদের বলেছেন, ইসরায়েল ‘প্রতিশোধমূলক পদক্ষেপ নিলে আমাদের প্রতিক্রিয়া আরও কঠোর হবে।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে যে কোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছে তেহরান।

ইসরায়েলে নজিরবিহীন হামলার প্রশংসা করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশের নাগরিক ও স্বার্থরক্ষায় এটি একটি ‘অবধারিত’ প্রতিক্রিয়া ছিল। এ পরিস্থিতে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে গতকাল জরুরি বৈঠকে বসে নিরাপত্তা পরিষদ। 

বিশ্লেষকরা বলছেন, ক্রমবর্ধমান উত্তেজনার ফলে শঙ্কা জাগছে যে, গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ পর্যন্ত এই অঞ্চলজুড়ে সর্বাত্মক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। 

আলজাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইসরায়েলকে সংযত করতে হবে অথবা আরেকটি দুঃখজনক এবং ব্যয়বহুল উপসাগরীয় যুদ্ধের ঝুঁকি নিতে হবে। তিনি বলেন, ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতা যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে প্রেসিডেন্ট বাইডেনের নীতিকে জটিল করে তুলেছে। যুদ্ধ বিস্তৃতির বিরোধিতা করা সত্ত্বেও বাইডেন প্রশাসন গাজা, লেবানন এবং তার বাইরে ইসরায়েলের হামলার প্রতিবাদ করছে না।  বিশারা বলেছেন,  বাইডেনের এখনও কিছু করার ক্ষমতা রয়েছে; কিন্তু তিনি তা ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন। ইসরায়েলকে কোনো পরিণতি ভোগ করা ছাড়াই কাজ করার অনুমতি দিয়েছেন তিনি।

হিজবুল্লাহর হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত 
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের হামলায় ইসরায়েলের আট সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৮ সেনাসদস্য। 

গতকাল সকালে সীমান্তবর্তী শহর ওদাইসেতে ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। এদিন হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে প্রথম মুখোমুখি সংঘর্ষ হয়। হিজবুল্লাহ বলছে, তারা ইসরায়েলি সৈন্যদের লেবাননের শহর থেকে পিছু হটতে বাধ্য করেছে। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ওদাইসেতে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর অতর্কিত হামলাকে তাদের একটি বিজয় হিসেবে ধরা হচ্ছে। কারণ এই হামলার পর ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। অথচ শহরটিতে প্রবেশের আগে সেখানে ব্যাপক কামান হামলা চালিয়েছিল তারা।

হিজবুল্লাহর মিডিয়া অফিসের প্রধান মোহাম্মদ আফিফ বলেছেন, ইসরায়েলকে হটিয়ে দেওয়ার জন্য দলটির কাছে যথেষ্ট যোদ্ধা, অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

আফিফ দক্ষিণ লেবাননে সাংবাদিকদের বলেন, ‘শত্রুরা, আমরা আপনাদের আশ্বস্ত করছি, এটি শুধু প্রথম রাউন্ড। আমরা আল্লাহর কৃপায় মাতৃভূমির জন্য আমাদের রক্ত এবং জীবন উৎসর্গ করতে প্রস্তুত।’

হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলি বন্দর শহরের উত্তরে একটি বড় ক্ষেপণাস্ত্র বহর দিয়ে লক্ষ্যবস্তু করেছে। হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। 

এদিকে ইয়েমেনের হুতি মিলিশিয়া বলেছে, তারা তিন ডানা বিশিষ্ট কুদস-৫ রকেট দিয়ে ইসরায়েলের গভীরে সামরিক চৌকিতে হামলা করেছে।

লেবাননের কর্তৃপক্ষ গতকাল ঘোষণা করেছে, গত বছরের ৮ অক্টোবর থেকে ইসরায়েলি হামলার ফলে ১ হাজার ৮৭৩ জন নিহত এবং ৯ হাজার ১৩৪ জন আহত হয়েছে। ইসরায়েলি আগ্রাসনের সম্মুখীন এলাকা থেকে বাস্তুচ্যুত ব্যক্তির সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। 

ইরান-লেবাননে উল্লাস, আতশবাজি
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনায় ইরান ও লেবাননের মানুষ সড়কে নেমে উল্লাস প্রকাশ করেছে। এ সময় আতশবাজির ঝলকানি দেখা গেছে। অনেকে ফাঁকা গুলি ছুড়ে আনন্দ প্রকাশ করে। হামলার খবর জানার পরপরই ইরানের রাজধানী তেহরানের সড়কে নেমে আসে অনেক মানুষ। তাদের অনেকেই ইরান ও হিজবুল্লাহর পতাকা ওড়ায়। অনেকের হাতে ছিল হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহর ছবি। 

তেহরানে যুক্তরাজ্যের দূতাবাসের সামনেও অনেক মানুষকে উদযাপন করতে দেখা যায়। এর আগে গত এপ্রিলে ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল ইরান। সে সময়ও এখানে উদযাপনে মেতেছিল অনেকে। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে আতশবাজির ঝলকানি ও ফাঁকা গুলির শব্দ শোনা যায়। হিজবুল্লাহর সদস্য, বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী ও ইরান সমর্থকরা রাস্তায় নেমে উল্লাস করে।

বৈরুতের একটি বিদ্যালয়ে দু’জন তরুণ বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান। চিৎকার করে বলেন, ‘আমরা বিজয়ী হয়েছি। আমরা খুবই খুশি।’ ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বাস্তুচ্যুতদের সাময়িক আশ্রয়স্থল হিসেবে বিদ্যালয়টি ব্যবহৃত হচ্ছে।

জাতিসংঘ মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বারবার কথা বলেছেন। 

এ পরিস্থিতিতে ইসরায়েলি কর্তৃপক্ষ মঙ্গলবার গুতেরেসকে ‘পারসনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছে। অর্থাৎ জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি যে কূটনৈতিক সুবিধা পান, সেটা দেবে না ইসরায়েল। দেশটির সরকার বলেছে, জাতিসংঘের ইতিহাসে ‘একটি কলঙ্ক’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটৎসতিনি। 

উত্তেজনা প্রশমনের আহ্বান চীনসহ তিন দেশের
ইরানের ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সে জন্য বেইজিং বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চীনের পক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে প্রধান প্রভাবশালী শক্তিগুলোকে সত্যিকার অর্থে গঠনমূলক ভূমিকা পালন করতে এবং পরিস্থিতির আরও অবনতি রোধ করতে হবে।’ 

এদিকে, সৌদি আরবের অর্থনীতি মন্ত্রী ফয়সাল আল-ইব্রাহিম বলেছেন, তাঁর দেশ ‘উত্তেজনা হ্রাস এবং সংলাপ’ আশা করছে।

ভারত ক্রমবর্ধমান সংঘাতের কারণে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘এটি গুরুত্বপূর্ণ যে, সংঘাতটি বৃহত্তর আঞ্চলিক মাত্রা না নেয় এবং আমরা আলোচনা ও কূটনীতির মাধ্যমে সব সমস্যা সমাধানের আহ্বান জানাই।’

বেড়েছে তেলের দাম
ইসরায়েলে ইরানের হামলার পর বিশ্বে তেলের দাম বেড়েছে। ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের দাম বাড়ল। আশঙ্কা করা হচ্ছে, গতকাল ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে। আর এতে তেল সরবরাহ ব্যাহত হতে পারে। 

ব্রেন্ট ক্রুড তেলকে আন্তর্জাতিকভাবে তেলের দাম মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাপকাঠি বলে বিবেচনা করা হয়। এ ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবার তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়ে যায়। 

এদিকে অনলাইন গণমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তেল উৎপাদন কেন্দ্র এবং অন্যান্য কৌশলগত অবকাঠামোতে হামলা করতে পারে ইসরায়েল।