সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে জনতার ঢল
জামালপুরের সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামে ৪০তম এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজক রমজান আলীর সভাপতিত্বে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক ও পৌর সভার সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন। বিশেষ অতিথি ছিলেন মেহজাবিন আক্তার। আরিফ হোসেন এর সঞ্চালনায় ঘোড়া দৌড়প্রতিযোগিতা উদ্বোধন করেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলম। এলাকার শতশত মানুষ ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ২০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়।
ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ১ম গ্রুপে প্রথম স্থান অর্জন করেন কবীর হোসেন, ২য় স্থান সাইফুল দর্জী, ২য় গ্রুপে ১ম হন সাইফুল ইসলাম দর্জী, দ্বিতীয় হন নজরুল ইসলাম। প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে সম্মানজনক পুরস্কার বিতরণ করেন।