লেবাননে ইসরায়েলের রাতভর হামলা
লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। আগেই এ বিষয়ে লেবাননের ২৪ এলাকার বাসিন্দাদের সতর্ক করেছিল দখলদার বাহিনী। যার মধ্যে ১৪টি এলাকাই বৈরুতে অবস্থিত।
সেখানে তারা রাতভর হামলা চালানোর কথা জানায়।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, তারা হিজবুল্লাহ সমর্থিত বিভিন্ন অর্থনৈতিক স্থাপনায় হামলা চালাবে।
বিবিসির বৈরুতের স্থানীয় এক সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী শহরের দক্ষিণ দাহিহেহ এলাকায় রবিবার দিবাগত রাতে অন্তত আটটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমও ইসরায়েলি হামলার কথা জানিয়েছে। তবে এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে তা আপাতত জানা যায়নি।
রবিবার হিজবুল্লাহও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ছোড়ার দাবি করেছিল। এসময় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর কথাও জানিয়েছিল।