লাস ভেগাসে ট্রাম্প হোটেলের বাইরে সাইবারট্রাকে বিস্ফোরণ, হতাহত ৮
যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় ১৫ নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই লাস ভেগাসে অবস্থিত ট্রাম্প হোটেলের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। টেসলার একটি সাইবারট্রাকে বিস্ফোরণের ঘটনায় গাড়ির চালক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও সাতজন। খবর বিবিসির।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, নিউ অরলিন্সে হামলার সঙ্গে ট্রাম্প হোটেলের বাইরে বিস্ফোরণের ঘটনার কোনো সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এই মুহূর্তে এ ধরনের কোনো রিপোর্ট তাদের হাতে নেই বলে জানানো হয়েছে।
নিউ অরলিন্সের হামলাকারী এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে ট্রাম্প হোটেলের বাইরে বিস্ফোরণের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনায় আহত সবাই শিশু।
বেশ কিছু ফুটেজে দেখা গেছে, ট্রাম্প হোটেলের প্রবেশ পথের একেবারে সামনেই সাইবারট্রাকটি পার্কিং করা হয়। বেশ কয়েক সেকেন্ড সেখানে অবস্থানের পর ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে।
এফবিআই বলছে, এই বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে কি না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কর্তৃপক্ষ বলেছে, ওই ট্রাকে বিস্ফোরণে নিহত ট্রাকের পরিচয় নিশ্চিত করা যায়নি।
সাইবারট্রাকে বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে ভিড়ের মধ্যে একটি পিক আপ ট্রাক নিয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন নিহত হয়। ওই হামলায় আহত হয়েছে আরও কমপক্ষে ৩৫ জন। এই ঘটনায় হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। শামসুদ্দীন জব্বার নামের ওই ব্যক্তি মার্কিন নাগরিক। নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে ভিড়ের মধ্যে তিনি পিক নিয়ে হামলা চালান।
এদিকে এফবিআই জানিয়েছে, ওই পিক আপের ভেতর থেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পতাকা উদ্ধার করা হয়েছে। তারা এই হামলাকে ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ হিসেবেই তদন্ত করছে। তদন্তকারীরা জানিয়েছেন, ওই সন্দেহভাজন ব্যক্তি হামলা চালানোর কয়েক ঘন্টা আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও আপলোড করেন। সেখানে ইঙ্গিত পাওয়া গেছে যে, তিনি আইএস কর্মকাণ্ডে অনুপ্রাণিত ছিলেন এবং ‘হত্যাকাণ্ডের’ প্রতিও তার আগ্রহ তৈরি হয়েছিল।