রাণীনগরে মৌসুমীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে মৌসুমী সমৃদ্ধির উদ্যোগে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বিনামূল্যে মেডিসিন, চর্ম ও যৌন রোগ বিষয়ক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার রাণীনগর আল-আমিন দাখিল মাদরাসা প্রাঙ্গণে চলে দিনব্যাপী এ ক্যাম্প।
বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শেখ সালাউদ্দিন ইউসুফ (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য) এবং চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মো. রাশেদুল আল গালিব (এমবিবিএস, পিজিটি), প্রাক্তন মেডিকেল অফিসার, খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিরাজগঞ্জ।
ক্যাম্পে চর্ম ও যৌন রোগের পাশাপাশি অসংক্রামক ব্যাধি প্রতিরোধ, রক্তদান সচেতনতা এবং স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত নানা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে মৌসুমী সমৃদ্ধির নয়জন স্বাস্থ্য পরিদর্শক ও একজন স্বাস্থ্য-কর্মকর্তা চিকিৎসকদের সহায়তায় অংশগ্রহণ করেন।
স্বাস্থ্যসেবা নিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসেন শতাধিক মানুষ। বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ, ওজন ও উচ্চতা পরিমাপের সুযোগও ছিল সবার জন্য।
মধ্য রাজাপুর গ্রামের বাসিন্দা মো. ফারুক হোসেন বলেন, এমন স্বাস্থ্যসেবা আমাদের মতো গ্রামের মানুষদের জন্য অনেক উপকারী। বিনামূল্যে ডাক্তার দেখাতে পারছি, এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
মৌসুমী সমৃদ্ধির উপজেলা সমন্বয়কারী শাহীন আহমেদ বলেন,
আমরা গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছি। ভবিষ্যতেও এমন স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।