London ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজশাহী থেকে ঢাকা বাস চলাচল বন্ধ রুয়েটে ছাত্রলীগ নেতা গ্রেফতার পটুয়াখালীতে সাংবাদিক হত্যাচেষ্টার আসামী গ্রেফতার বৃটেনের কার্ডিফ শহরে দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত নাটোরে বিএনপি’র ব্যানার-ফেস্টুনে প্রতিপক্ষের ভূতের আছর কুয়েতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত বাগমারার সরকারী খাদ্য গুদামে পচা চাল স্কটিশ পার্লামেন্টে আলোচনা সভায় যোগদেন ইবিএফসিআই প্রেসিডেন্ট ড. ওয়ালি তাসার উদ্দিন এমবিই নেত্রকোণায় দুদকের ১৮৩তম গণশুনানি, স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধির আহ্বান জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

রাজশাহীতে পরিবেশ দিবস পালিত

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস পালন।সারাদেশের ন্যায় রাজশাহীতেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। এ বছর ৫ জুন ঈদ-উল-আযহার ছুটি থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আজ দিবসটি উদ্যাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’। এ উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় নানা কর্মসূচি গ্রহণ করে।

দিবসটি উপলক্ষ্যে , রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে আমরা বিভিন্ন ধরনের দূষণে নিমজ্জিত হয়েছি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। পরিবেশ বিষয়ে ভালো অভ্যাস দূরে ঠেলে দিলে আমরা কিছু শিখবো না। আমরা যেখানে সেখানে প্লাস্টিক ফেলি কিন্তু‘ কখনো চিন্তা করি না এর ভবিষ্যত কী। প্লাস্টিকের কারণে আমাদের নানা ধরনের ক্ষতি হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে এবং পৃথিবীর ওজন স্তর ক্ষয় হচ্ছে। এখান থেকে বাঁচার উপায় খুঁজে বের করতে হবে। চোখে দেখা ময়লা আবর্জনা ও প্লাস্টিক দূষণ দূর করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে হবে এবং এর বিকল্প হিসেবে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। সুপার শপগুলোতে এর ব্যবহার ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের সকলকে আরও সচেতন হতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি সুস্থ ও সবুজ পৃথিবী উপহার দিতে পারব।

এসময় তিনি পরিবেশ সুরক্ষায় সকলকে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. গোলাম মোস্তফা।

অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এবং উপস্থিত সকলকে গাছের চারা উপহার দেয়া হয়। আগামীতে আরও বড় আকারে এ ধরনের অনুষ্ঠান করা হবে ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৬:৩৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
৩৬
Translate »

রাজশাহীতে পরিবেশ দিবস পালিত

আপডেট : ০৬:৩৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

বিশ্ব পরিবেশ দিবস পালন।সারাদেশের ন্যায় রাজশাহীতেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। এ বছর ৫ জুন ঈদ-উল-আযহার ছুটি থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আজ দিবসটি উদ্যাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’। এ উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় নানা কর্মসূচি গ্রহণ করে।

দিবসটি উপলক্ষ্যে , রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে আমরা বিভিন্ন ধরনের দূষণে নিমজ্জিত হয়েছি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। পরিবেশ বিষয়ে ভালো অভ্যাস দূরে ঠেলে দিলে আমরা কিছু শিখবো না। আমরা যেখানে সেখানে প্লাস্টিক ফেলি কিন্তু‘ কখনো চিন্তা করি না এর ভবিষ্যত কী। প্লাস্টিকের কারণে আমাদের নানা ধরনের ক্ষতি হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে এবং পৃথিবীর ওজন স্তর ক্ষয় হচ্ছে। এখান থেকে বাঁচার উপায় খুঁজে বের করতে হবে। চোখে দেখা ময়লা আবর্জনা ও প্লাস্টিক দূষণ দূর করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে হবে এবং এর বিকল্প হিসেবে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। সুপার শপগুলোতে এর ব্যবহার ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের সকলকে আরও সচেতন হতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি সুস্থ ও সবুজ পৃথিবী উপহার দিতে পারব।

এসময় তিনি পরিবেশ সুরক্ষায় সকলকে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. গোলাম মোস্তফা।

অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এবং উপস্থিত সকলকে গাছের চারা উপহার দেয়া হয়। আগামীতে আরও বড় আকারে এ ধরনের অনুষ্ঠান করা হবে ।