সংবাদ শিরোনাম:
রাজধানীতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে বৃদ্ধ নিহত
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে সাদেকুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার দুপুরে খোলাইপাড়ে অটোরিকশা থেকে পড়ে গেলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে সোহেল বলেন, আমাদের বাসা শ্যামপুরের পশ্চিম ধোলাইপাড়ে। বাবা ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে বাজারে যাচ্ছিলেন। পথে বাসার অদূরে চলন্ত অটোরিকশা থেকে পড়ে গিয়ে আহত হন। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Tag :
Please Share This Post in Your Social Media
Translate »