মেডিকেল ক্যাম্প–রক্তদানে ব্যতিক্রমী আয়োজন, পালিত হলো প্রেসক্লাব আলফাডাঙ্গার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী সেবামূলক কার্যক্রমে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

ব্যতিক্রমী সেবাধর্মী আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো প্রেসক্লাব আলফাডাঙ্গার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ রোডের টিএনটি অফিসসংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান চাকলাদার আপেল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি এস এম খোসবুর রহমান খোকন, এনএসপির পৌর আহ্বায়ক আরিফুজ্জামান হেলাল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা প্রেসক্লাবের দুই বছরের অগ্রযাত্রা ও জনসেবায় ভূমিকার প্রশংসা করেন।
আলোচনা শেষে কেক কেটে প্রেসক্লাব আলফাডাঙ্গার ২ বছর পূর্তির আনুষ্ঠানিক উদযাপন করা হয়।
দিনভর সেবা—মানুষের পাশে প্রেসক্লাব
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়—
ফ্রি মেডিকেল ক্যাম্প
বিনামূল্যে চক্ষু পরীক্ষা
রক্তের গ্রুপ নির্ণয়
রক্তদান কর্মসূচি
ভোর থেকেই এসব সেবামূলক কার্যক্রমে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল। রক্তদান কর্মসূচিতে তরুণদের অংশগ্রহণ দিনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
পুরো আয়োজনজুড়ে প্রেসক্লাব আলফাডাঙ্গার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। ব্যতিক্রমী মানবিক উদ্যোগে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।






















