ময়মনসিংহে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই
খুনপ্রতীকী ছবি
ময়মনসিংহ নগরের একটি খাল থেকে রবিন মিয়া (২২) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে সন্ধ্যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহত ব্যক্তির আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় শনাক্ত করে। এরপর বেরিয়ে আসে চালক রবিনকে হত্যার পর তাঁর অটোরিকশা ছিনতাই হয়েছে।
নিহত রবিন মিয়া (২২) ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের শরীফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, নগরের ২৭ নম্বর ওয়ার্ডের আকুয়া মড়লপাড়া খালপাড় এলাকায় কালভার্টের নিচ থেকে তরুণের মরদেহটি ভেসে ওঠে। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি শার্ট ও প্যান্ট পরা ছিলেন৷ তাঁর শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। মরদেহটি পাওয়া গেলেও স্থানীয় বাসিন্দারা তরুণটিকে চিনতে পারছিলেন না। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় নিহত ব্যক্তির আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় শনাক্ত করা হয়।
নিহত ব্যক্তির স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরের পর রবিন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফেরেননি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। রবিনকে বিভিন্ন জায়গায় খোঁজ করেন স্বজনেরা। গতকাল রাতে লাশ উদ্ধারের খবর পেয়ে কোতোয়ালি মডেল থানায় আসেন স্বজনেরা।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ধারণা করা হচ্ছে রবিনকে হত্যার পর অটোরিকশা ছিনতাই করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর বলা যাবে, কীভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।