ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০নং ওয়ার্ড ওলামা দলের আংশিক কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০নং ওয়ার্ড ওলামা দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। আজ পৌর ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক আল মামুন এবং সদস্য সচিব মাওলানা সৈয়দ কাসেমের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে আয়োজিত কাউন্সিলে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন,“প্রতিটি পাড়া-মহল্লায় ধানের শীষের ঘাঁটি তৈরি করতে হবে। নামধারী ইসলামী সংগঠনগুলোর অপতৎপরতা রুখে দাঁড়াতে ১০নং ওয়ার্ড ওলামা দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপি সবসময় ব্রাহ্মণবাড়িয়ার আলেম সমাজের পাশে থাকবে।”
ঘোষিত আংশিক কমিটিতে কারী হাজী মারুফ আহমেদকে সভাপতি এবং কারী ইজু মোল্লাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট নেতৃত্ব দল গঠন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা ইসহাক আল মামুন এবং সঞ্চালনা করেন মাওলানা সৈয়দ কাসেম।
এ সময় উপস্থিত ছিলেন —
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল,
জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম,
এবিএম মুমিনুল হক,
এডভোকেট সারোয়ার হোসেন খোকন,
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোঃ হাফিজ,
সদর ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইয়াসিন আরাফাত,
সদর ওলামা দলের সদস্য সচিব মাওলানা নুরুল্লাহ মানসুর,
৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান পুষ্প,
পৌর ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আহমদ মুছা,
কারী শামছুল আলম ভূইয়া প্রমুখ।