London ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাট হাতে ফর্মহীন বাবরকে যে পরামর্শ শেবাগের

টেস্ট ক্রিকেটে অনেক দিন ধরেই ব্যাট হাতে ছন্দে নেই বাবর আজম। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে প্রথম টেস্টের পর দল থেকে বাদও পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। হয়তো মনোবলে ঘাটতির কারণে তিনি রানের জন্য সংগ্রাম করছেন বলে মনে হচ্ছে বিরেন্দার শেবাগের। আত্মবিশ্বাস বাড়াতে তাকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ওপেনার।

টেস্টে সবশেষ ১৮ ইনিংসে একবারও পঞ্চাশ ছুঁতে পারেননি বাবর। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে তিনি করেন ৩০ ও ৫ রান। তারপরই শেষ দুই টেস্টের দলে জায়গা হারান তিনি। পাকিস্তানের নির্বাচকরা যদিও দাবি করেন, ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে তাকে। সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে আলাপচারিতায় শনিবার শেবাগ বলেন, কঠিন এই সময়ে মানসিকভাবে দৃঢ় থাকতে হবে বাবরকে। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান দ্রুত ঘুরে দাঁড়াবেন বলেও বিশ্বাস শেবাগের।তিনি জানান, “বাবর আজমের এখন ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। ফিটনেস নিয়ে কাজ করা, পরিবারের সঙ্গে কিছু সময় কাটানো, তারপর শারীরিকভাবে ফিট ও মানসিকভাবে শক্তিশালী খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা উচিত তার। বাবরের কাছ থেকে প্রত্যাশা কমে যাওয়ায় এবং অধিনায়কত্ব থেকে তার পদত্যাগের কারণে মনে হচ্ছে টেকনিক্যাল দিকের চেয়ে মানসিকভাবে বেশি প্রভাবিত হয়েছে সে। তাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। সে প্রতিভাবান খেলোয়াড় এবং তার মতো খেলোয়াড়রা দ্রুত ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে।”

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর গত নভেম্বরে সব সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর। পরে পিসিবিতে পালাবদলের পর বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি দায়িত্ব নিয়ে বাবরের সঙ্গে কথা বলেন এবং গত মার্চে সাদা বলের দুই সংস্করণের অধিনায়কত্বে ফেরানো হয় তাকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। এই মাসের শুরুতে আবার নেতৃত্ব ছেড়ে দেন বাবর। পাকিস্তানের পরের টেস্ট সিরিজ আগামী ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৫:২৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
২২
Translate »

ব্যাট হাতে ফর্মহীন বাবরকে যে পরামর্শ শেবাগের

আপডেট : ০৫:২৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

টেস্ট ক্রিকেটে অনেক দিন ধরেই ব্যাট হাতে ছন্দে নেই বাবর আজম। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে প্রথম টেস্টের পর দল থেকে বাদও পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। হয়তো মনোবলে ঘাটতির কারণে তিনি রানের জন্য সংগ্রাম করছেন বলে মনে হচ্ছে বিরেন্দার শেবাগের। আত্মবিশ্বাস বাড়াতে তাকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ওপেনার।

টেস্টে সবশেষ ১৮ ইনিংসে একবারও পঞ্চাশ ছুঁতে পারেননি বাবর। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে তিনি করেন ৩০ ও ৫ রান। তারপরই শেষ দুই টেস্টের দলে জায়গা হারান তিনি। পাকিস্তানের নির্বাচকরা যদিও দাবি করেন, ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে তাকে। সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে আলাপচারিতায় শনিবার শেবাগ বলেন, কঠিন এই সময়ে মানসিকভাবে দৃঢ় থাকতে হবে বাবরকে। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান দ্রুত ঘুরে দাঁড়াবেন বলেও বিশ্বাস শেবাগের।তিনি জানান, “বাবর আজমের এখন ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। ফিটনেস নিয়ে কাজ করা, পরিবারের সঙ্গে কিছু সময় কাটানো, তারপর শারীরিকভাবে ফিট ও মানসিকভাবে শক্তিশালী খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা উচিত তার। বাবরের কাছ থেকে প্রত্যাশা কমে যাওয়ায় এবং অধিনায়কত্ব থেকে তার পদত্যাগের কারণে মনে হচ্ছে টেকনিক্যাল দিকের চেয়ে মানসিকভাবে বেশি প্রভাবিত হয়েছে সে। তাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। সে প্রতিভাবান খেলোয়াড় এবং তার মতো খেলোয়াড়রা দ্রুত ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে।”

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর গত নভেম্বরে সব সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর। পরে পিসিবিতে পালাবদলের পর বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি দায়িত্ব নিয়ে বাবরের সঙ্গে কথা বলেন এবং গত মার্চে সাদা বলের দুই সংস্করণের অধিনায়কত্বে ফেরানো হয় তাকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। এই মাসের শুরুতে আবার নেতৃত্ব ছেড়ে দেন বাবর। পাকিস্তানের পরের টেস্ট সিরিজ আগামী ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে।