বৃদ্ধাশ্রমে রান্না করা খাবার বিতরণ করেছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রামের অক্সিজেন এলাকার শীতলঝর্ণা আবাসিক এলাকায় অবস্থিত বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে আশ্রিত মা বাবাদের মাঝে ৯ জুন সোমবার সকাল দশটায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে রান্না করা খাবার বিতরণ করা হয়। খাবারের মধ্যে ছিল রান্না করা গরুর মাংস, বাকরখানি, চাউলের রুটি, পরোটা ও ফ্রুট।
সংগঠনের যুগ্ম মহাসচিব ও অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক ফারহানা আফরোজের সার্বিক ব্যবস্হাপনায় এবং সংগঠনের সাংগঠনিক সচিব ও অনুষ্ঠান উদযাপন পরিষদের সদস্য সচিব স ম জিয়াউর রহমানের নির্দেশনায় আয়োজিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমেের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা গোলামুর রহমান রাব্বানী, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি মুসা আলম খান চৌধুরী, মোঃ আলমগীর হোসেন, সিরাজুম মনিরা, আবু হানিফ জনি প্রমুখ।
এসময় সিলেট থেকে সরাসরি অনলাইনে সংযুক্ত হয়ে বৃদ্ধাশ্রমের মা বাবাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবিক সংগঠক মোঃ শহিদুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সিলেট এবং চট্টগ্রাম বিভাগের মানুষের সেতু বন্ধন, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সামাজিক ও মানবিক সংগঠন। এ সংগঠন সবসময়ই মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং আজীবন মানুষের ও মানবতার কল্যাণে কাজ করবে। বক্তারা সকল মানবিক মানুষকে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত থাকার এবং দেশ ও জাতির উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
সংক্ষিপ্ত আলোচনা শেষে রান্না করা খাবার সমূহ বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা গোলামুর রহমান রাব্বানীর হাতে তুলেদেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।