বিতর্কিত ডিইএব কমিটি ঘোষণার প্রতিবাদে প্রতিবাদ সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতৃবৃন্দদের বাদ দিয়ে একটি বিতর্কিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিইএব) কমিটি ঘোষণা করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, এ কমিটি মূলত একটি “পকেট কমিটি”, যা প্রকৃত ত্যাগী ও আদর্শিক প্রকৌশলীদের বাইরে রেখে গঠিত হয়েছে। তারা দাবি করেন, এ ধরনের কমিটি কখনো দলের কল্যাণ বয়ে আনতে পারে না, বরং ষড়যন্ত্রের মাধ্যমে সংগঠনকে দুর্বল করার চেষ্টা করছে।
প্রতিবাদ সভায় আরও বলা হয়, বিএনপি এবং এর সহযোগী সংগঠনের সঙ্গে যারা দুঃসময়ে থেকে লড়াই করেছেন, তাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে নেতৃত্ব গঠন করা হলে তা আদর্শ ও ত্যাগের সঙ্গে বেইমানি করার শামিল হবে।
সভা থেকে অবিলম্বে এই বিতর্কিত কমিটি প্রত্যাহার করে ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানানো হয়।