বিজিবির অভিযানে দুর্গাপুর সীমান্তে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুর্গাপুর ইউনিয়নে ভারত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। তবে এসব মাদকের মালিককে ধরতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, আজ দুপুরের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অন্তর্গত ভারতপুর বিওপির চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১১৬৮/৪-এস হতে প্রায় আড়াইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতপুর নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় তিন বোতল ভারতীয় ‘কিংফিশার’ ব্র্যান্ডের মদ এবং ৮০ পিস ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট উদ্ধার করে টহল দলটি।
নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল তৌহিদুল বারী (পিএসসি) এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হবে।























