London ১২:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ঢাকায় ব্যারিস্টার নাজির আহমদ এর দুটি গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত পটুয়াখালী জেলার চারটি ইউনিট বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি সিলেট প্রেসক্লাবে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত রাণীনগরে জনসচেতনতা বৃদ্ধিতে ইয়ুথ অর্গানাইজেশনের লিফলেট বিতরণ সিরাজগঞ্জে অসহায় শ্রমিকদের মাঝে রংতুলি শ্রমিক ফেডারেশনের খাদ্য সামগ্রী প্রদান নেত্রকোণায় জলমহাল সংস্কার ও খনন শীর্ষক সভা অনুষ্ঠিত আলুর বিক্রি করে হিমাগারের ভাড়াই উঠছে না কৃষকের শিয়ালকোলে বারাআত মাহফিলে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ১৮০ ড্রেস বিতরণ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ঠোঁট-কাটা, তালু কাটা রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারী চালু প্রবাসী’র পক্ষে ব‍্যারিস্টার নাজির ও মীর্জা আসহাব এর বিমান ও পর্যটন সচিব ও উপদেষ্টার সাথে বৈঠক

বাবরকে বাদ দেওয়া নিয়ে ফখরের প্রশ্ন, অসন্তুষ্ট পিসিবি

ফখর জামান ও বাবর আজম যখন একসঙ্গে ব্যাটিংয়েএএফপি

বাবর আজম পাকিস্তান দল থেকে বাদ পড়বেন, খবরটা শুনে হজম করতে পারেননি ফখর জামান। বাবরকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রতিবাদ’ জানিয়েছিলেন এই ক্রিকেটার। ভারতের বিরাট কোহলিকে টেনে এনে তুলেছিলেন প্রশ্ন। তবে ফখরের প্রশ্ন তোলাটা ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টের দল থেকে ৪ জনকে বাদ দিয়েছে নতুনভাবে গঠন করা নির্বাচক কমিটি। বাবরের সঙ্গে বাদ পড়াদের দলে আছেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও সরফরাজ আহমেদ। পিসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে।

টানা ১৮ টেস্ট ইনিংসে ফিফটি না পাওয়া বাবর ও অন্যদের বাদ দিয়ে পাকিস্তান দল ঘোষণা করা হয় রোববার বিকেলে। এর আগেই খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে চলে আসে। ফখর তখন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘বাবর আজমকে বাদ দেওয়া হচ্ছে বলে শুনছি, এটা উদ্বেগজনক। ভারত তো বিরাট কোহলিকে ২০২০ থেকে ২০২৩ সালের খারাপ সময়ের জন্য বেঞ্চে বসায়নি। ওই সময় কোহলির গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ এবং ২৬.৫০। আমরা যদি দলের প্রধান ব্যাটসম্যানকে বসিয়ে রাখার চিন্তা করি, যে কি না তর্কযোগ্যভাবে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান, এটা দলের মধ্যে গভীর নেতিবাচক বার্তা দেয়। এখনো প্যানিক বাটনে চাপ দেওয়াটা এড়ানোর সময় আছে। প্রধান খেলোয়াড়দের অবমূল্যায়ন না করে তাদের রক্ষায় মনোযোগ দিতে হবে আমাদের।’

টেস্ট দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতা হলো বাবর আজমের

টেস্ট দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতা হলো বাবর আজমেরএএফপি

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ফখরের প্রকাশ্য মন্তব্যে অসন্তুষ্ট হয়েছে পিসিবি। বিশেষ করে তাঁর বলার ধরনে। সূত্র জানায়, নতুন নির্বাচক আজহার আলী বাবরের কাছে তাঁকে বিশ্রাম দেওয়া নিয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন, ‘আজহার পরিষ্কার করেই বাবরকে বলেছে, সে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় ভালোমতোই আছে।’

ইংল্যান্ডের কাছে মুলতানে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে হেরেছে পাকিস্তান। এর আগে আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের কাছেও দুই টেস্ট সিরিজে ধবলধোলাই হয়। একই পরিস্থিতি ছিল সর্বশেষ অস্ট্রেলিয়ার তিন টেস্টেও। টানা ছয় টেস্ট হেরে যাওয়া পাকিস্তান দল বাবরকে বাদ দিয়েছে, ব্যাপারটা মানতে কষ্ট হচ্ছে মাইকেল ভনেরও। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বাবরকে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে না রাখার সিদ্ধান্তকে ফালতু আখ্যা দিয়ে এক্সে লিখেছেন, ‘হুমমম, পাকিস্তান অনেক দিন ধরে জেতে না। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে। এখন বাবরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান ক্রিকেট বিস্ময়ে ভরা। কিন্তু এটা অনেক ওপরে। একেবারে ফালতু সিদ্ধান্ত। যদি না সে নিজে বিরতি চেয়ে থাকে।’

বাবরসহ চার ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক জাভেরিয়া খানও। তিনি এক্সে লিখেছেন, ‘বিশ্ব ক্রিকেটে আমরা নিজেরাই নিজেদের তামাশায় পরিণত করেছি। যে কাঠামো বাবর আজমের মতো খেলোয়াড়কে সম্মান করে না, সেখানে তাঁর মতো খেলোয়াড় থাকাও উচিত নয়। বিধ্বস্ত মন, বিদ্রূপ, সামাজিক যোগাযোগমাধ্যমের মাপকাঠিতে বিচার এবং চাপ নিয়ে কোনো ক্রীড়াবিদই সব সময় পারফর্ম করতে পারবে না।’

জাভেরিয়ার মতে, প্রধান খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হলে সেটি সিরিজের শুরুতেই দেওয়া উচিত, মাঝে নয়, ‘সিদ্ধান্তটা যদি আগে নেওয়া হতো, খেলোয়াড়দের জন্য উপকার হতো, একটা ইতিবাচক বার্তা যেত। আর এটা স্পষ্ট যে এই চার খেলোয়াড়ের বিশ্রাম দরকার নেই। বরং সিস্টেমেরই নতুন মানসিকতায় চালু করা দরকার। পাকিস্তান ক্রিকেটকে এভাবে নিচে নেমে যেতে দেখাটা খুবই হতাশার।’

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামীকাল।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৪:৪২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
৯৪
Translate »

বাবরকে বাদ দেওয়া নিয়ে ফখরের প্রশ্ন, অসন্তুষ্ট পিসিবি

আপডেট : ০৪:৪২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

ফখর জামান ও বাবর আজম যখন একসঙ্গে ব্যাটিংয়েএএফপি

বাবর আজম পাকিস্তান দল থেকে বাদ পড়বেন, খবরটা শুনে হজম করতে পারেননি ফখর জামান। বাবরকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রতিবাদ’ জানিয়েছিলেন এই ক্রিকেটার। ভারতের বিরাট কোহলিকে টেনে এনে তুলেছিলেন প্রশ্ন। তবে ফখরের প্রশ্ন তোলাটা ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টের দল থেকে ৪ জনকে বাদ দিয়েছে নতুনভাবে গঠন করা নির্বাচক কমিটি। বাবরের সঙ্গে বাদ পড়াদের দলে আছেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও সরফরাজ আহমেদ। পিসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে।

টানা ১৮ টেস্ট ইনিংসে ফিফটি না পাওয়া বাবর ও অন্যদের বাদ দিয়ে পাকিস্তান দল ঘোষণা করা হয় রোববার বিকেলে। এর আগেই খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে চলে আসে। ফখর তখন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘বাবর আজমকে বাদ দেওয়া হচ্ছে বলে শুনছি, এটা উদ্বেগজনক। ভারত তো বিরাট কোহলিকে ২০২০ থেকে ২০২৩ সালের খারাপ সময়ের জন্য বেঞ্চে বসায়নি। ওই সময় কোহলির গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ এবং ২৬.৫০। আমরা যদি দলের প্রধান ব্যাটসম্যানকে বসিয়ে রাখার চিন্তা করি, যে কি না তর্কযোগ্যভাবে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান, এটা দলের মধ্যে গভীর নেতিবাচক বার্তা দেয়। এখনো প্যানিক বাটনে চাপ দেওয়াটা এড়ানোর সময় আছে। প্রধান খেলোয়াড়দের অবমূল্যায়ন না করে তাদের রক্ষায় মনোযোগ দিতে হবে আমাদের।’

টেস্ট দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতা হলো বাবর আজমের

টেস্ট দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতা হলো বাবর আজমেরএএফপি

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ফখরের প্রকাশ্য মন্তব্যে অসন্তুষ্ট হয়েছে পিসিবি। বিশেষ করে তাঁর বলার ধরনে। সূত্র জানায়, নতুন নির্বাচক আজহার আলী বাবরের কাছে তাঁকে বিশ্রাম দেওয়া নিয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন, ‘আজহার পরিষ্কার করেই বাবরকে বলেছে, সে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় ভালোমতোই আছে।’

ইংল্যান্ডের কাছে মুলতানে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে হেরেছে পাকিস্তান। এর আগে আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের কাছেও দুই টেস্ট সিরিজে ধবলধোলাই হয়। একই পরিস্থিতি ছিল সর্বশেষ অস্ট্রেলিয়ার তিন টেস্টেও। টানা ছয় টেস্ট হেরে যাওয়া পাকিস্তান দল বাবরকে বাদ দিয়েছে, ব্যাপারটা মানতে কষ্ট হচ্ছে মাইকেল ভনেরও। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বাবরকে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে না রাখার সিদ্ধান্তকে ফালতু আখ্যা দিয়ে এক্সে লিখেছেন, ‘হুমমম, পাকিস্তান অনেক দিন ধরে জেতে না। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে। এখন বাবরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান ক্রিকেট বিস্ময়ে ভরা। কিন্তু এটা অনেক ওপরে। একেবারে ফালতু সিদ্ধান্ত। যদি না সে নিজে বিরতি চেয়ে থাকে।’

বাবরসহ চার ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক জাভেরিয়া খানও। তিনি এক্সে লিখেছেন, ‘বিশ্ব ক্রিকেটে আমরা নিজেরাই নিজেদের তামাশায় পরিণত করেছি। যে কাঠামো বাবর আজমের মতো খেলোয়াড়কে সম্মান করে না, সেখানে তাঁর মতো খেলোয়াড় থাকাও উচিত নয়। বিধ্বস্ত মন, বিদ্রূপ, সামাজিক যোগাযোগমাধ্যমের মাপকাঠিতে বিচার এবং চাপ নিয়ে কোনো ক্রীড়াবিদই সব সময় পারফর্ম করতে পারবে না।’

জাভেরিয়ার মতে, প্রধান খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হলে সেটি সিরিজের শুরুতেই দেওয়া উচিত, মাঝে নয়, ‘সিদ্ধান্তটা যদি আগে নেওয়া হতো, খেলোয়াড়দের জন্য উপকার হতো, একটা ইতিবাচক বার্তা যেত। আর এটা স্পষ্ট যে এই চার খেলোয়াড়ের বিশ্রাম দরকার নেই। বরং সিস্টেমেরই নতুন মানসিকতায় চালু করা দরকার। পাকিস্তান ক্রিকেটকে এভাবে নিচে নেমে যেতে দেখাটা খুবই হতাশার।’

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামীকাল।