বগুড়ায় দূর্বার বৃত্তি প্রতিযোগিতা, শিক্ষার্থীরা পেল ল্যাপটপ-মোবাইল-ট্যাবসহ প্রায় লাখ টাকার উপহার

বগুড়ার আদমদীঘি উপজেলায় গ্রামীণ শিশুদের মেধা বিকাশ ও শিক্ষায় আগ্রহ বাড়াতে অনুষ্ঠিত হলো “দূর্বার শিক্ষাবৃত্তি প্রতিযোগিতা ২০২৫। শনিবার সকালে সান্তাহার ইউনিয়নের প্রান্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দূর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির মোট ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া এ প্রতিযোগিতায়। টানা তিন ঘণ্টা ধরে চলে মেধা পরীক্ষা। কেন্দ্রজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আর শিক্ষার্থীদের মধ্যে ছিল উচ্ছ্বাস-উদ্দীপনা।
পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানায়, এমন বড় আয়োজনে অংশ নিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। পঞ্চম শ্রেণির এক পরীক্ষার্থী হ্যালোকে বলে, খুব ভালো লেগেছে। আমি পুরস্কার পেলে প্রথমে আমার মা-বাবাকে ধন্যবাদ দেব।
দুপুরের পর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মাসুমা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ মাহমুদা সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, এবং সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আদমদীঘি থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, দূর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের উপদেষ্টা ও সদস্যবৃন্দ। অতিথিদের সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন আয়োজকরা।
বক্তারা বলেন, গ্রামীণ শিশুদের শিক্ষায় আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিশুদের মেধা বিকাশ ও সুস্থ প্রতিযোগিতার চর্চা গড়ে তুলতে এর গুরুত্ব অপরিসীম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন আয়োজনের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ইউএনও মোছাঃ মাসুমা বেগম।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাব, ব্যাগ, ছাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর মাঝেও সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকদের ভাষ্য, গ্রামীণ প্রান্তিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ও শিক্ষার প্রতি অনুরাগ তৈরিতে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে চলবে।


























