London ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা অয়েল কোম্পানীর অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন সঞ্জয় কুমার সাহা

মামুন রণবীর, নেত্রকোনা

পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে সদস্যদের ভোটে গঠিত হয়েছে নতুন কমিটি। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

সঞ্জয় কুমার সাহা তার অভিমত ব্যক্ত করে বলেন, “আমাকে এই কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করায় সকল সহকর্মীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। তাদের এই ভালোবাসা ও বিশ্বাস আমার প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। নতুন কমিটির প্রতি সবার সহযোগিতা কামনা করছি।”

নবনির্বাচিত কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করব এবং কর্মীদের স্বার্থরক্ষায় সচেষ্ট থাকব। কর্মোদ্যম ও আন্তরিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম ও কার্যক্রম আরও সমৃদ্ধ করতে চাই।”

সঞ্জয় কুমার সাহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনে তিনি পদ্মা অয়েল কোম্পানীতে দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহ অঞ্চলে তার দায়িত্ব পালনের সময় কর্মীদের কাছে তিনি একজন নির্ভরযোগ্য এবং জনপ্রিয় কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

এই নির্বাচনকে ঘিরে পদ্মা অয়েল কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন নেতৃত্বের প্রতি তাদের প্রত্যাশা, প্রতিষ্ঠানটির উন্নয়ন ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে নবনির্বাচিত কমিটি।

এছাড়া, নতুন কমিটির মাধ্যমে অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। নির্বাচনের সাফল্যে এবং নবনির্বাচিত সদস্যদের দায়িত্বগ্রহণে পদ্মা অয়েল কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৪:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
২১
Translate »

পদ্মা অয়েল কোম্পানীর অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন সঞ্জয় কুমার সাহা

আপডেট : ০৪:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে সদস্যদের ভোটে গঠিত হয়েছে নতুন কমিটি। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

সঞ্জয় কুমার সাহা তার অভিমত ব্যক্ত করে বলেন, “আমাকে এই কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করায় সকল সহকর্মীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। তাদের এই ভালোবাসা ও বিশ্বাস আমার প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। নতুন কমিটির প্রতি সবার সহযোগিতা কামনা করছি।”

নবনির্বাচিত কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করব এবং কর্মীদের স্বার্থরক্ষায় সচেষ্ট থাকব। কর্মোদ্যম ও আন্তরিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম ও কার্যক্রম আরও সমৃদ্ধ করতে চাই।”

সঞ্জয় কুমার সাহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনে তিনি পদ্মা অয়েল কোম্পানীতে দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহ অঞ্চলে তার দায়িত্ব পালনের সময় কর্মীদের কাছে তিনি একজন নির্ভরযোগ্য এবং জনপ্রিয় কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

এই নির্বাচনকে ঘিরে পদ্মা অয়েল কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন নেতৃত্বের প্রতি তাদের প্রত্যাশা, প্রতিষ্ঠানটির উন্নয়ন ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে নবনির্বাচিত কমিটি।

এছাড়া, নতুন কমিটির মাধ্যমে অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। নির্বাচনের সাফল্যে এবং নবনির্বাচিত সদস্যদের দায়িত্বগ্রহণে পদ্মা অয়েল কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।