London ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

অনলাইন ডেস্ক

বড় স্বপ্ন নিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল জুনিয়র টাইগাররা। এই ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (১৮ জানুয়ারি) আগে ব্যাট করে বাংলাদেশকে মাত্র ৫৩ রানের লক্ষ্য দিয়েছিল নেপাল। জবাব দিতে নেমে ৪০ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে বসে টাইগ্রেসরা। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন সুবর্ণা (৪) এবং ১ রান করে তাকে সঙ্গ দেন ফাহমিদা ছোঁয়া। তিনে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়ে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌসও (২)।

চারে ব্যাট করতে নেমে সুমাইয়া আক্তারকে সঙ্গে রান তুলতে থাকেন সাদিয়া ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেনি কিউই। ১৬ রান করে সাদিয়া আউট হলে ১২ রান করে তার দেখানো পথে হাঁটেন অধিনায়ক সুমাইয়াও।

ততক্ষণে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত জান্নাতুল মাওয়ার ৫ রান এবং আফিয়া আশিমা ইরার অপরাজিত ৯ রানে ভর করে ৪০ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে পড়ে নেপাল। ৬ বলে ১ রান করে তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন ওপেনার সাবিত্রী ধমি। ১৮ বলে মাত্র ২ রান করে তাকে সঙ্গ দেন পূজা মাহাতো। এরপর সনি পাখরিন (০) এবং ১ রান করে আউট হন কিরণ কুনওয়ার।

তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করার চেষ্টা করেন সানা পারভেন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৩২ বলে ১৯ রান করে বোল্ড আউট হন এই ওপেনার ব্যাটার। এরপর আলিশা যাদব (৪), সীমানা কেসি (১০) এবং অনু কাদায়ত শূন্য রানে আউট হলে দলীয় ৪২ রানে ৮ উইকেট হারায় নেপাল।

শেষ দিকে তিরসানা বিকে ৩ রানে এবং রিয়া শর্মা ৫ রানে আউট হলে ১০ বল হাতে থাকতে ৫২ রানে অলআউট হয় নেপাল।

বাংলাদেশের হয়ে জান্নাতুল মাওয়া দুটি উইকেট শিকার করেন। এ ছাড়াও নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া ও আনিসা আক্তার সোবা নেন একটি করে উইকেট। বাকি ৫ জন রান আউট হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১২:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
Translate »

নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

আপডেট : ১২:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

বড় স্বপ্ন নিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল জুনিয়র টাইগাররা। এই ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (১৮ জানুয়ারি) আগে ব্যাট করে বাংলাদেশকে মাত্র ৫৩ রানের লক্ষ্য দিয়েছিল নেপাল। জবাব দিতে নেমে ৪০ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে বসে টাইগ্রেসরা। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন সুবর্ণা (৪) এবং ১ রান করে তাকে সঙ্গ দেন ফাহমিদা ছোঁয়া। তিনে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়ে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌসও (২)।

চারে ব্যাট করতে নেমে সুমাইয়া আক্তারকে সঙ্গে রান তুলতে থাকেন সাদিয়া ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেনি কিউই। ১৬ রান করে সাদিয়া আউট হলে ১২ রান করে তার দেখানো পথে হাঁটেন অধিনায়ক সুমাইয়াও।

ততক্ষণে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত জান্নাতুল মাওয়ার ৫ রান এবং আফিয়া আশিমা ইরার অপরাজিত ৯ রানে ভর করে ৪০ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে পড়ে নেপাল। ৬ বলে ১ রান করে তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন ওপেনার সাবিত্রী ধমি। ১৮ বলে মাত্র ২ রান করে তাকে সঙ্গ দেন পূজা মাহাতো। এরপর সনি পাখরিন (০) এবং ১ রান করে আউট হন কিরণ কুনওয়ার।

তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করার চেষ্টা করেন সানা পারভেন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৩২ বলে ১৯ রান করে বোল্ড আউট হন এই ওপেনার ব্যাটার। এরপর আলিশা যাদব (৪), সীমানা কেসি (১০) এবং অনু কাদায়ত শূন্য রানে আউট হলে দলীয় ৪২ রানে ৮ উইকেট হারায় নেপাল।

শেষ দিকে তিরসানা বিকে ৩ রানে এবং রিয়া শর্মা ৫ রানে আউট হলে ১০ বল হাতে থাকতে ৫২ রানে অলআউট হয় নেপাল।

বাংলাদেশের হয়ে জান্নাতুল মাওয়া দুটি উইকেট শিকার করেন। এ ছাড়াও নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া ও আনিসা আক্তার সোবা নেন একটি করে উইকেট। বাকি ৫ জন রান আউট হয়েছে।