দুর্গাপুরে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি দম্পতি আটক

নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৯ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল এলাকায় অভিযান চালিয়ে ১৮০০ পিস ইয়াবা সহ তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃত দুজন হলেন স্বামী-স্ত্রী।
নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতরা হলেন দুর্গাপুর উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের আব্দুর রাজ্জাক (২৯) ও তার স্ত্রী জেরিন খাতুন (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি দল দুর্গাপুরের ঝাঞ্জাইল এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে ১৮০০ পিস ইয়াবা সহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।























