London ০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ অবস্থায় কেজরিওয়ালের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি। পশ্চিমবঙ্গে মমতার বন্দ্যোপাধ্যায়ের পর আতিশিই হতে চলেছেন দেশের দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ আম আদমি পার্টির (আপ) পরিষদীয় দলের নেতাদের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আতিশির নাম প্রস্তাব করা হয়। সঙ্গে সঙ্গেই সবাই তা সমর্থন করেন। এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে। 

এর আগে আজ বিকেল সাড়ে চারটার দিকে উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনার সঙ্গে দেখা করে কেজরিওয়াল পদত্যাগপত্র তুলে দেবেন বলে জানা গেছে।

আবগারি (মদ) মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে আম আদমি পার্টির (আপ) অন্য নেতাদের পাশাপাশি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকেও গ্রেপ্তার করা হয়েছিল। প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), পরে একই অভিযোগ তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর গত রোববার কেজরিওয়াল আচমকাই মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা জানান। সেদিনই বলেছিলেন, দুই দিনের মধ্যে সেই সিদ্ধান্ত কার্যকর করবেন।

ছয় মাস জেলবন্দি থাকলেও কেজরিওয়াল বিরোধীদের দাবি মেনে মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি। এখন ছাড়ছেন জনতার রায় নেবেন বলে।

অন্য দিকে কেজরিওয়ালের পদত্যাগের ঘোষণার পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে চলছিল নানা জল্পনা। পরে এ নিয়ে পরিষদীয় দলের বৈঠকে আতিশির নাম প্রস্তাব করেন দিলীপ পান্ডে এবং তাতে প্রত্যেকেই সমর্থন করেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আতিশির কাছে রয়েছে শিক্ষা, পূর্তসহ একাধিক মন্ত্রণালয়। ৪৩ বছরের আতিশি মন্ত্রী হন আবগারি (মদ) মামলায় উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর। তারপরে রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং ও কেজরিওয়ালকেও গ্রেপ্তার করা হয়। এ সময় আতিশি ও অন্য মন্ত্রীরা সরকারি কাজ চালিয়ে গেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১১:১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
৬৩
Translate »

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি

আপডেট : ১১:১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ অবস্থায় কেজরিওয়ালের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি। পশ্চিমবঙ্গে মমতার বন্দ্যোপাধ্যায়ের পর আতিশিই হতে চলেছেন দেশের দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ আম আদমি পার্টির (আপ) পরিষদীয় দলের নেতাদের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আতিশির নাম প্রস্তাব করা হয়। সঙ্গে সঙ্গেই সবাই তা সমর্থন করেন। এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে। 

এর আগে আজ বিকেল সাড়ে চারটার দিকে উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনার সঙ্গে দেখা করে কেজরিওয়াল পদত্যাগপত্র তুলে দেবেন বলে জানা গেছে।

আবগারি (মদ) মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে আম আদমি পার্টির (আপ) অন্য নেতাদের পাশাপাশি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকেও গ্রেপ্তার করা হয়েছিল। প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), পরে একই অভিযোগ তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর গত রোববার কেজরিওয়াল আচমকাই মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা জানান। সেদিনই বলেছিলেন, দুই দিনের মধ্যে সেই সিদ্ধান্ত কার্যকর করবেন।

ছয় মাস জেলবন্দি থাকলেও কেজরিওয়াল বিরোধীদের দাবি মেনে মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি। এখন ছাড়ছেন জনতার রায় নেবেন বলে।

অন্য দিকে কেজরিওয়ালের পদত্যাগের ঘোষণার পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে চলছিল নানা জল্পনা। পরে এ নিয়ে পরিষদীয় দলের বৈঠকে আতিশির নাম প্রস্তাব করেন দিলীপ পান্ডে এবং তাতে প্রত্যেকেই সমর্থন করেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আতিশির কাছে রয়েছে শিক্ষা, পূর্তসহ একাধিক মন্ত্রণালয়। ৪৩ বছরের আতিশি মন্ত্রী হন আবগারি (মদ) মামলায় উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর। তারপরে রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং ও কেজরিওয়ালকেও গ্রেপ্তার করা হয়। এ সময় আতিশি ও অন্য মন্ত্রীরা সরকারি কাজ চালিয়ে গেছেন।