তুহিনকে মুক্তি না দিলে রংপুর অঞ্চল অচল করে দেওয়ার হুমকি

নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বেগম খালেদা জিয়ার ভাগনে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নিঃশর্ত মুক্তি না দিলে রংপুর অঞ্চল অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (৩ মে) দুপুরে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রংপুরস্থ নীলফামারীবাসীর ব্যানারে রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে তুহিনের মুক্তির দাবি জানানো হয়।
দুদকের মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কর্মসূচির প্রধান সমন্বয়ক ড. মো. মোতাহের হোসেন ফায়ার। এতে বক্তব্য দেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, যুবদল নেতা মনিরুজ্জামান সুইডেন, অ্যাডভোকেট শফি কামাল, জিয়া পরিষদের রোকনুজ্জামান রোকন প্রমুখ।
বক্তারা বলেন, ফখরুদ্দীন-মঈনুদ্দিন সরকারের আমলে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে দুদুককে ব্যবহার করে তিনটি মিথ্যা মামলা করেন। সেই সাথে ২০০৮ সালে তড়িঘড়ি করে আদালতকে প্রভাবিত করে মামলার রায় দেওয়া হয়। দুদকের একটি মামলায় তাকে আদালত সাজা দেয়। রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর চলতি বছরের ২৯ এপ্রিল প্রকৌশলী তুহিন আদালতে আত্মসমর্পণ করেন। এদিন দুটি পৃথক আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মানববন্ধন থেকে অবিলম্বে শাহরিন ইসলাম তুহিনের নিঃশর্ত মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বক্তারা।
মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
গত কয়েকদিন ধরে শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে নীলফামারী, সৈয়দপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় মানববন্ধন ও সমাবেশ করা হচ্ছে।