London ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দুর্গাপুরে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি দম্পতি আটক গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড রাঙ্গামা‌টি দূর্গম পাহাড়ী অঞ্চলে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে শীত উপহার বিতরণ অনুষ্ঠিত রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার জন্য মানববন্ধন কলমাকান্দায় ইউএনওকে শাসানো ইউপি চেয়ারম্যান সাইদুর বরখাস্ত কসবা–আখাউড়া আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে আশার প্রতীক জহিরুল হক চৌধূরী রাজশাহী চেম্বার অফ কমার্সের নির্বাচন স্থগিত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার ঢাকায় ব্যারিস্টার নাজির আহমদ এর দুটি গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত

তাঁদের আর পুলিশ বলব না, তাঁরা অপরাধী হিসেবে গণ্য হবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি, তাঁদের আইনের আওতায় আনতে হবে। তাঁদের আর পুলিশ বলবেন না জানিয়ে উপদেষ্টা বলেন, তাঁরা অপরাধী হিসেবে গণ্য হবেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

সাংবাদিকেরা এখন পর্যন্ত কতজন পুলিশ সদস্য কাজে যোগ দেননি, তা জানতে চান। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এর আগে তিনি বলেছিলেন ১৮৭ জনের মতো।  এরপরে মনে হয় আর কেউ যোগদান করেননি। তিনি বলেন, ‘যাঁরা যোগ দেননি, তাঁদের আইনের আওতায় আনতে হবে।’

আসন্ন দুর্গাপূজা যাতে নির্বিঘ্ন হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি আশা করছেন, এবারের পূজা সবচেয়ে নির্বিঘ্ন হবে, সবচেয়ে ভালো হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বলব না, তবে সন্তোষজনক। এটাকে কীভাবে ভালো করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যত দিন যাবে তত উন্নতি হবে।

এ ছাড়া বিভিন্ন মাজার ও দরগায় কীভাবে নিরাপত্তা দেওয়া যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পোশাক খাত নিয়ে কথা বলেছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্গাপূজার ছুটি তিন দিন করার দাবি নিয়ে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি।’

পুলিশের সংস্কার বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সংস্কারের কাজটা তিনি করছেন না, এ জন্য আলাদা কমিটি করে দেওয়া হয়েছে। ওই কমিটি কাজটি করবে। তারা প্রতিবেদন দেবে, সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সংস্কার হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৯:৫২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
১১৯
Translate »

তাঁদের আর পুলিশ বলব না, তাঁরা অপরাধী হিসেবে গণ্য হবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৯:৫২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি, তাঁদের আইনের আওতায় আনতে হবে। তাঁদের আর পুলিশ বলবেন না জানিয়ে উপদেষ্টা বলেন, তাঁরা অপরাধী হিসেবে গণ্য হবেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

সাংবাদিকেরা এখন পর্যন্ত কতজন পুলিশ সদস্য কাজে যোগ দেননি, তা জানতে চান। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এর আগে তিনি বলেছিলেন ১৮৭ জনের মতো।  এরপরে মনে হয় আর কেউ যোগদান করেননি। তিনি বলেন, ‘যাঁরা যোগ দেননি, তাঁদের আইনের আওতায় আনতে হবে।’

আসন্ন দুর্গাপূজা যাতে নির্বিঘ্ন হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি আশা করছেন, এবারের পূজা সবচেয়ে নির্বিঘ্ন হবে, সবচেয়ে ভালো হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বলব না, তবে সন্তোষজনক। এটাকে কীভাবে ভালো করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যত দিন যাবে তত উন্নতি হবে।

এ ছাড়া বিভিন্ন মাজার ও দরগায় কীভাবে নিরাপত্তা দেওয়া যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পোশাক খাত নিয়ে কথা বলেছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্গাপূজার ছুটি তিন দিন করার দাবি নিয়ে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি।’

পুলিশের সংস্কার বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সংস্কারের কাজটা তিনি করছেন না, এ জন্য আলাদা কমিটি করে দেওয়া হয়েছে। ওই কমিটি কাজটি করবে। তারা প্রতিবেদন দেবে, সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সংস্কার হবে।