London ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ঈদ জামাতে নিরাপত্তার দায়িত্বে ১৫ হাজার পুলিশ

অনলাইন ডেস্ক:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, রাজধানীতে অনুষ্ঠিত সব ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ‘সমন্বিত নিরাপত্তা বলয়’ গড়ে তোলা হয়েছে।

তিনি বলেন, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি না থাকলেও নিষিদ্ধঘোষিত কোনও দল যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্য ‘সদা সতর্ক’ থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৩০ মার্চ) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ কেন্দ্রিক নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

সাজ্জাত আলী বলেন, বরাবরের মতো এবারও জাতীয় ইদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির অংশগ্রহণে সকাল সাড়ে আটটায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আর বায়তুল মোকাররমে ৫টি ঈদ জামাতের মধ্যে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায়। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহের জামাতটি সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা মহানগরীতে মোট ১১১টি ঈদগাহ এবং ১ হাজার ৫৭৭টি মসজিদে ১ হাজার ৭৩৯টি জামাত অনুষ্ঠিত হবে।

নিরাপত্তার বিষয়টি তুলে ধরে শেখ মো. সাজ্জাত আলী বলেন, সব ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সমন্বিত ও সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা বিধানে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দানসহ আশপাশের এলাকা সিসিটিভির আওতাভুক্ত থাকবে। প্রায় ১০০ ক্যামেরা স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুম থেকে যা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

তিনি বলেন, ইদগাহে প্রবেশের প্রধান তিনটি গেটে ব্যারিকেড থাকবে, যেখানে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। মৎস্যভবন, প্রেসক্লাব ও শিক্ষাভবন এবং ঈদ ময়দানের চতুর্পাশে বহিঃবেস্টনি দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে।’

তিনি বলেন, ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড সুইপিং করবে। সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। সাদা পোশাকে ডিবি ও সিটিটিসি সদস্যরা মোতায়েন থাকবে। ওয়াচ টাওয়ার থেকে মনিটরিং ও নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের কথাও জানান তিনি।

নিরাপত্তার স্বার্থে তল্লাশিতে সহায়তার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কোনো প্রকার ব্যগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ রইল। সবাইকে জামাত শেষে তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে বের হওয়ার অনুরোধ করা যাচ্ছে।

সন্দেহজনক কিছু মনে হলে নিকটস্থ পুলিশ সদস্যকে জানাতে কিংবা প্রয়োজনে ৯৯৯ অথবা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

ঈদ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ নিয়ে আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সব সময় সতর্ক আছি। বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধঘোষিত যেসব দল আছে সেসব দল যাতে কোনোরকম একটিভিটিজ পরিচালনা না করতে পারে সে ব্যপারে আমরা সদা সতর্ক।

এসময় জাতীয় ঈদগাহের ঈদ জামাত ঘিরে চারপাশে যান চলাচলের বিষয়ে ডিএমপির ট্রাফিক রমনা বিভাগের উপ-কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ঈদের দিন সকাল ৬ টা থেকে ঈদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত জাতীয় ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।’

যেসব পয়েন্টে চলবে ডাইভারসন: জিরোপয়েন্ট ক্রসিং, ইউবিএল ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং

যে পয়েন্টে বন্ধ করা হবে সড়ক: সচিবালয় পুল গেইট এর সামনে, প্রেস ক্লাবের সামনে, সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১১:১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
১৬
Translate »

ঢাকায় ঈদ জামাতে নিরাপত্তার দায়িত্বে ১৫ হাজার পুলিশ

আপডেট : ১১:১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, রাজধানীতে অনুষ্ঠিত সব ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ‘সমন্বিত নিরাপত্তা বলয়’ গড়ে তোলা হয়েছে।

তিনি বলেন, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি না থাকলেও নিষিদ্ধঘোষিত কোনও দল যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্য ‘সদা সতর্ক’ থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৩০ মার্চ) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ কেন্দ্রিক নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

সাজ্জাত আলী বলেন, বরাবরের মতো এবারও জাতীয় ইদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির অংশগ্রহণে সকাল সাড়ে আটটায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আর বায়তুল মোকাররমে ৫টি ঈদ জামাতের মধ্যে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায়। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহের জামাতটি সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা মহানগরীতে মোট ১১১টি ঈদগাহ এবং ১ হাজার ৫৭৭টি মসজিদে ১ হাজার ৭৩৯টি জামাত অনুষ্ঠিত হবে।

নিরাপত্তার বিষয়টি তুলে ধরে শেখ মো. সাজ্জাত আলী বলেন, সব ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সমন্বিত ও সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা বিধানে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দানসহ আশপাশের এলাকা সিসিটিভির আওতাভুক্ত থাকবে। প্রায় ১০০ ক্যামেরা স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুম থেকে যা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

তিনি বলেন, ইদগাহে প্রবেশের প্রধান তিনটি গেটে ব্যারিকেড থাকবে, যেখানে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। মৎস্যভবন, প্রেসক্লাব ও শিক্ষাভবন এবং ঈদ ময়দানের চতুর্পাশে বহিঃবেস্টনি দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে।’

তিনি বলেন, ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড সুইপিং করবে। সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। সাদা পোশাকে ডিবি ও সিটিটিসি সদস্যরা মোতায়েন থাকবে। ওয়াচ টাওয়ার থেকে মনিটরিং ও নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের কথাও জানান তিনি।

নিরাপত্তার স্বার্থে তল্লাশিতে সহায়তার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কোনো প্রকার ব্যগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ রইল। সবাইকে জামাত শেষে তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে বের হওয়ার অনুরোধ করা যাচ্ছে।

সন্দেহজনক কিছু মনে হলে নিকটস্থ পুলিশ সদস্যকে জানাতে কিংবা প্রয়োজনে ৯৯৯ অথবা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

ঈদ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ নিয়ে আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সব সময় সতর্ক আছি। বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধঘোষিত যেসব দল আছে সেসব দল যাতে কোনোরকম একটিভিটিজ পরিচালনা না করতে পারে সে ব্যপারে আমরা সদা সতর্ক।

এসময় জাতীয় ঈদগাহের ঈদ জামাত ঘিরে চারপাশে যান চলাচলের বিষয়ে ডিএমপির ট্রাফিক রমনা বিভাগের উপ-কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ঈদের দিন সকাল ৬ টা থেকে ঈদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত জাতীয় ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।’

যেসব পয়েন্টে চলবে ডাইভারসন: জিরোপয়েন্ট ক্রসিং, ইউবিএল ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং

যে পয়েন্টে বন্ধ করা হবে সড়ক: সচিবালয় পুল গেইট এর সামনে, প্রেস ক্লাবের সামনে, সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং