ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে রাণীনগরে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে রাণীনগর উপজেলা বিএনপির কার্যালয়ে রোববার সকালে ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত পরিকল্পনা, রাজনৈতিক দর্শন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে পরিবেশ ও জলসম্পদ সংরক্ষণ, নদী-খাল-বিল খনন ও পুনঃখনন, তিস্তা ও পদ্মা ব্যারেজ উন্নয়ন, গাছরোপণ, দূষণমুক্ত বাংলাদেশ গঠন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, ক্রীড়া উন্নয়ন, নারী ও পরিবার কল্যাণ, কৃষক সহায়তা, ধর্মীয় নেতা ও উপাসনালয় সংশ্লিষ্টদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নসহ বিএনপির বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে ছাত্রদল নেতাকর্মীরা রাণীনগর উপজেলা গোলচত্বরে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। গণসংযোগকালে সাধারণ মানুষের মধ্যে বিএনপির কর্মসূচি নিয়ে আগ্রহ লক্ষ্য করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করতে হলে ছাত্রসমাজকে সচেতন ও সংগঠিত হতে হবে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই হবে প্রধান লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহমেদ। তিনি বলেন, ছাত্রদল সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে এ ধরনের প্রশিক্ষণ ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে বিএনপির নীতি ও কর্মসূচি তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

















