গুলশানে কিশোরসহ দুজনের মরদেহ উদ্ধার, দুদিন আগে হত্যা বলে সন্দেহ পুলিশের
লাশপ্রতীকী ছবি
রাজধানীর গুলশান থেকে কিশোরসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন রফিকুল ইসলাম (৬২) ও সাব্বির (১৫)। দুদিন আগে তাঁদের হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য এই দুজনের মরদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, গুলশানের ১০৮ নম্বর সড়কের ২১ নম্বর প্লট দেখভাল করতেন নিহত রফিকুল ইসলাম। সেখানে তিনি একটি মুদিদোকান চালাতেন। দোকানে রফিকুলকে সহযোগিতা করতেন সাব্বির। সকালে রফিকুল ও সাব্বিরের মরদেহ পড়ে থাকার খবর পান। পরে পুলিশ গিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করে।
ওসি তৌহিদ আহমেদ আরও বলেন, প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন, রফিকুল ও সাব্বিরকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে। দুদিন আগে তাঁদের মারা হয়েছে। তবে কারা, কেন তাঁদের হত্যা করেছে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।