গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্ভয়ে ও অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং গণভোটের বিষয়ে যেন সবাই অবগত হতে পারেন সেই বিষয়ে ” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক মতবিনিময় সভা”য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন,পুলিশ সুপার শরিফ উদ্দিন তার বক্তব্যে বলেন, আমাদের সকলের যেমন পরিবারের উপর দায়িত্ব রয়েছে; তেমনি আমাদের এই দেশের প্রতিও সবার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সবাই তার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে আমাদের এই দেশটি সত্যিকারের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। মতবিনিময় সভায় কালিয়াকৈর উপজেলার সকল পেশাজীবী ও সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করেন।























