London ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে গৃহহীন রায়হান পেল বসতঘর

রাকিবুল ইসলাম ,কুষ্টিয়া প্রতিনিধি:

আর্থসামাজিক সেবা সংস্থা ইয়থ ডেভলপমেন্ট ফোরামের (ওয়াইডিএফ) উদ্যোগে অসহায় গৃহহীন রায়হান পেল মাথা গোঁজার মত একটি বসতঘর। এখন নিশ্চিন্তে পরিবারের সবাইকে নিয়ে ঘুমাতে পারবে সে।
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংগরিয়া গ্রামের দিনমজুর রায়হান খান। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। স্বল্প আয়ে চলতে গিয়ে চিকিৎসার ব্যয় মেটাতে তার পরিবারের জীবন ছিল চরম দুর্দশাগ্রস্ত। দুই শতক জমির ওপর ভাঙাচোরা ছাপড়া ঘরে স্ত্রী-সন্তানসহ পাঁচজনের বসবাস ছিল অনিরাপদ ও দুর্বিষহ। বর্ষার রাতে ঘুমানোই ছিল দুঃস্বপ্ন। বাচ্চাসহ জীর্নশীর্ন ভাঙ্গাচুরা ঘরে বসবাস করতেন তারা। ঝড় বৃষ্টির দিনে নির্ঘুম রাত কাটতো তাদের।
রায়হানের এই অসহায়ত্বের বিষয়টি আর্থসামাজিক সেবা সংস্থা ইয়থ ডেভলপমেন্ট ফোরামের (ওয়াইডিএফ) নজরে আসায় মানবিকতার উজ্জল দৃষ্টান্ত উপস্থাপন করতে ছুটে আসে সংস্থাটি। অসহায় পরিবারের সব সদস্যদের একসাথে শান্তিতে ঘুমানোর জন্য ২৯ বন্দর একটি ঘর নির্মাণের উদ্যোগ নেয় ওয়াইডিএফ। অবশেষে ২ রুম বিশিষ্ট বারান্দাসহ মেঝে পাকাকরণ করে অত্র বসতঘরটি উপহার দিয়েছে সংস্থাটি। প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে গৃহনির্মাণ করে দেয় তারা। ১২ জানুয়ারী রোববার উপকারভোগি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ঘরটি। প্রভাষক সাইফুদ্দিন মজনুর পরিচালনায় আয়োজিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গবেষক এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের সাবেক জেনারেল ম্যানেজার ড. মুহম্মদ রবিউল আলম। সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও কবি ওয়াজেদ বাঙালি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান নাটোরি। এ সময় ইয়থ ডেভলপমেন্ট ফোরামের (ওয়াইডিএফ) -এর চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল উপস্থিত ছিলেন।
তিনি চপল জানান, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। রায়হানের পরিবারের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায়ই সমাজের পরিবর্তন সম্ভব। ইয়থ ডেভলপমেন্ট ফোরামের (ওয়াইডিএফ) এর উদ্যোগে ইতিমধ্যেই বিভিন্ন স্থানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারকে ঢেউটিন প্রদান ও ঘর নির্মাণ করা হয়েছে। সমাজের বিত্তবানদের একাজে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি আরো বলেন, মহান আল্লাহ যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন- এজন্য সবার দোয়া কামনা করি।

 

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১১:৩৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
১১
Translate »

কুষ্টিয়ায় ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে গৃহহীন রায়হান পেল বসতঘর

আপডেট : ১১:৩৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

আর্থসামাজিক সেবা সংস্থা ইয়থ ডেভলপমেন্ট ফোরামের (ওয়াইডিএফ) উদ্যোগে অসহায় গৃহহীন রায়হান পেল মাথা গোঁজার মত একটি বসতঘর। এখন নিশ্চিন্তে পরিবারের সবাইকে নিয়ে ঘুমাতে পারবে সে।
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংগরিয়া গ্রামের দিনমজুর রায়হান খান। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। স্বল্প আয়ে চলতে গিয়ে চিকিৎসার ব্যয় মেটাতে তার পরিবারের জীবন ছিল চরম দুর্দশাগ্রস্ত। দুই শতক জমির ওপর ভাঙাচোরা ছাপড়া ঘরে স্ত্রী-সন্তানসহ পাঁচজনের বসবাস ছিল অনিরাপদ ও দুর্বিষহ। বর্ষার রাতে ঘুমানোই ছিল দুঃস্বপ্ন। বাচ্চাসহ জীর্নশীর্ন ভাঙ্গাচুরা ঘরে বসবাস করতেন তারা। ঝড় বৃষ্টির দিনে নির্ঘুম রাত কাটতো তাদের।
রায়হানের এই অসহায়ত্বের বিষয়টি আর্থসামাজিক সেবা সংস্থা ইয়থ ডেভলপমেন্ট ফোরামের (ওয়াইডিএফ) নজরে আসায় মানবিকতার উজ্জল দৃষ্টান্ত উপস্থাপন করতে ছুটে আসে সংস্থাটি। অসহায় পরিবারের সব সদস্যদের একসাথে শান্তিতে ঘুমানোর জন্য ২৯ বন্দর একটি ঘর নির্মাণের উদ্যোগ নেয় ওয়াইডিএফ। অবশেষে ২ রুম বিশিষ্ট বারান্দাসহ মেঝে পাকাকরণ করে অত্র বসতঘরটি উপহার দিয়েছে সংস্থাটি। প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে গৃহনির্মাণ করে দেয় তারা। ১২ জানুয়ারী রোববার উপকারভোগি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ঘরটি। প্রভাষক সাইফুদ্দিন মজনুর পরিচালনায় আয়োজিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গবেষক এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের সাবেক জেনারেল ম্যানেজার ড. মুহম্মদ রবিউল আলম। সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও কবি ওয়াজেদ বাঙালি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান নাটোরি। এ সময় ইয়থ ডেভলপমেন্ট ফোরামের (ওয়াইডিএফ) -এর চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল উপস্থিত ছিলেন।
তিনি চপল জানান, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। রায়হানের পরিবারের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায়ই সমাজের পরিবর্তন সম্ভব। ইয়থ ডেভলপমেন্ট ফোরামের (ওয়াইডিএফ) এর উদ্যোগে ইতিমধ্যেই বিভিন্ন স্থানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারকে ঢেউটিন প্রদান ও ঘর নির্মাণ করা হয়েছে। সমাজের বিত্তবানদের একাজে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি আরো বলেন, মহান আল্লাহ যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন- এজন্য সবার দোয়া কামনা করি।