London ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে মামলা

অনলাইন ডেস্ক:

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করে জারি প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করেছে জনপ্রতিনিধিরা। প্রজ্ঞাপনটি আইনবর্হিভূত উল্লেখ করে এবং জারি করা প্রজ্ঞাপন বাতিল চেয়ে আদালতে প্রতিকার চেয়েছেন ১৭ জন কাউন্সিলর।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বরিশাল ১ম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় বিবাদী করা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন ১ শাখার উপসচিব, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বরিশাল সিটি করপোরেশনের সচিব, বরিশাল জেলা প্রশাসক ও রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব।

মামলায় উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে ১৭টি ওয়ার্ডের কাউন্সিলরদের কার্যক্রম বন্ধ ও তাদের পদ শূন্য ঘোষণা করা হয়। কোনো পূর্ব নোটিশ বা কারণ দর্শানো ব্যতিরেকে কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করা সম্পূর্ণরূপে অবৈধ ও সংবিধানবিরোধী। তারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।

আদালতের মাধ্যমে জারি করা প্রজ্ঞাপন বাতিল এবং কাউন্সিলরদের পুনর্বহালের আবেদন করা হয়।

আদালত মামলা আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য রেখে দিয়েছেন জানিয়ে বাদীপক্ষের আইনজীবী মাহাবুবুল হক বলেন, প্রজ্ঞাপন জারি করে জনপ্রতিনিধির পদ শূন্য ঘোষণা করা নজিরবিহীন ঘটনা। এর মাধ্যমে সংবিধান ও স্থানীয় সরকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। আদালতের রায়ের মাধ্যমে কাউন্সিলরবৃন্দ স্বপদে বহাল হবেন বলে আশা করছি।

তিনি বলেন, আদালত ৭ মে মামলাটির আদেশের জন্য তারিখ ধার্য করেছেন।

মামলার বাদী ১৭ জন ওয়ার্ড কাউন্সিলর হলেন—১নং ওয়ার্ড কাউন্সিলর আউয়াল মোল্লা, ২নং ওয়ার্ড কাউন্সিলর মুন্না হাওলাদার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর খান মো. জামাল হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শাকিল আহমেদ পলাশ, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান পারভেজ খান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হুমায়ূন কবির লিংকু, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবির, ১২নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন রয়েল, ১০নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন, সংরক্ষিত ৯নং ওয়ার্ড কাউন্সিলর ডালিয়া পরভীন, সংরক্ষিত ৭নং ওয়ার্ড কাউন্সিলর সালমা আক্তার শিলা, সংরক্ষিত ৪নং ওয়ার্ড কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০২:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Translate »

কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে মামলা

আপডেট : ০২:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করে জারি প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করেছে জনপ্রতিনিধিরা। প্রজ্ঞাপনটি আইনবর্হিভূত উল্লেখ করে এবং জারি করা প্রজ্ঞাপন বাতিল চেয়ে আদালতে প্রতিকার চেয়েছেন ১৭ জন কাউন্সিলর।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বরিশাল ১ম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় বিবাদী করা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন ১ শাখার উপসচিব, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বরিশাল সিটি করপোরেশনের সচিব, বরিশাল জেলা প্রশাসক ও রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব।

মামলায় উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে ১৭টি ওয়ার্ডের কাউন্সিলরদের কার্যক্রম বন্ধ ও তাদের পদ শূন্য ঘোষণা করা হয়। কোনো পূর্ব নোটিশ বা কারণ দর্শানো ব্যতিরেকে কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করা সম্পূর্ণরূপে অবৈধ ও সংবিধানবিরোধী। তারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।

আদালতের মাধ্যমে জারি করা প্রজ্ঞাপন বাতিল এবং কাউন্সিলরদের পুনর্বহালের আবেদন করা হয়।

আদালত মামলা আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য রেখে দিয়েছেন জানিয়ে বাদীপক্ষের আইনজীবী মাহাবুবুল হক বলেন, প্রজ্ঞাপন জারি করে জনপ্রতিনিধির পদ শূন্য ঘোষণা করা নজিরবিহীন ঘটনা। এর মাধ্যমে সংবিধান ও স্থানীয় সরকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। আদালতের রায়ের মাধ্যমে কাউন্সিলরবৃন্দ স্বপদে বহাল হবেন বলে আশা করছি।

তিনি বলেন, আদালত ৭ মে মামলাটির আদেশের জন্য তারিখ ধার্য করেছেন।

মামলার বাদী ১৭ জন ওয়ার্ড কাউন্সিলর হলেন—১নং ওয়ার্ড কাউন্সিলর আউয়াল মোল্লা, ২নং ওয়ার্ড কাউন্সিলর মুন্না হাওলাদার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর খান মো. জামাল হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শাকিল আহমেদ পলাশ, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান পারভেজ খান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হুমায়ূন কবির লিংকু, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবির, ১২নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন রয়েল, ১০নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন, সংরক্ষিত ৯নং ওয়ার্ড কাউন্সিলর ডালিয়া পরভীন, সংরক্ষিত ৭নং ওয়ার্ড কাউন্সিলর সালমা আক্তার শিলা, সংরক্ষিত ৪নং ওয়ার্ড কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা।