London ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কসবায় সাংবাদিকদের সম্মানে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ বিল্লাল সরকার কসবা, ব্রাম্মনবাড়ীয়া:

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাংবাদিকদের সম্মানে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ ২০২৫) বিকেল ৪টায় কসবা আলতাফ প্লাজা অডিটোরিয়ামে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় ও জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য

অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা-আখাউড়ার জাতীয়তাবাদী রাজনীতির অভিভাবক, বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব কবির আহম্মেদ ভূঁইয়া। তিনি বলেন, “গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা গণতন্ত্রের মূল ভিত্তি। দেশের জনগণের প্রকৃত চিত্র তুলে ধরতে হলে সাংবাদিকদের আরও সাহসী হতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের দমননীতি ও মিডিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে গণতন্ত্রকে সংকুচিত করা হয়েছে। বিএনপি সবসময় স্বাধীন সাংবাদিকতার পক্ষে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। গণমাধ্যমের কণ্ঠরোধ করা হলে দেশের প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে আসবে না।”

বিশেষ অতিথিদের বক্তব্য

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, পৌর সেক্রেটারি আয়োম খান, যুব নেতা মাসুদুল হক ভূঁইয়া দীপু, কেএম সাইফুল ইসলাম, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ শহিদুল খাঁ, পৌর যুব নেতা মোঃ মহিন মোল্লা, মোস্তফা জুয়েল আহম্মেদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যম রাষ্ট্রের অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীন সাংবাদিকতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”

সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতি ও মতামত

অনুষ্ঠানে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয়, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন মনি খান, সাধারণ সম্পাদক আশ্রাফ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জামশেদ মিয়া, জয়েন্ট সেক্রেটারি শামিম আহমেদ, শাহপরান, নাফিও হাসান চৌধুরী, বিল্লাল হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বহু সাংবাদিক উপস্থিত ছিলেন।

কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয় বলেন, “সাংবাদিকদের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা রক্ষার জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা প্রয়োজন। সত্য সংবাদ প্রচারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু সরকারি নিপীড়নের কারণে অনেক সময় তা সম্ভব হয় না।”

সাংবাদিক নেতারা আরও বলেন, “আমরা চাই, সব রাজনৈতিক দল সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করুক। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় গণমাধ্যমকর্মীদের আরও ঐক্যবদ্ধ হওয়া দরকার।”

ইফতার ও দোয়া মাহফিল

বক্তব্য শেষে ইফতার পূর্বে দেশ, জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০২:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
১৭
Translate »

কসবায় সাংবাদিকদের সম্মানে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ০২:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাংবাদিকদের সম্মানে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ ২০২৫) বিকেল ৪টায় কসবা আলতাফ প্লাজা অডিটোরিয়ামে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় ও জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য

অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা-আখাউড়ার জাতীয়তাবাদী রাজনীতির অভিভাবক, বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব কবির আহম্মেদ ভূঁইয়া। তিনি বলেন, “গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা গণতন্ত্রের মূল ভিত্তি। দেশের জনগণের প্রকৃত চিত্র তুলে ধরতে হলে সাংবাদিকদের আরও সাহসী হতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের দমননীতি ও মিডিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে গণতন্ত্রকে সংকুচিত করা হয়েছে। বিএনপি সবসময় স্বাধীন সাংবাদিকতার পক্ষে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। গণমাধ্যমের কণ্ঠরোধ করা হলে দেশের প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে আসবে না।”

বিশেষ অতিথিদের বক্তব্য

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, পৌর সেক্রেটারি আয়োম খান, যুব নেতা মাসুদুল হক ভূঁইয়া দীপু, কেএম সাইফুল ইসলাম, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ শহিদুল খাঁ, পৌর যুব নেতা মোঃ মহিন মোল্লা, মোস্তফা জুয়েল আহম্মেদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যম রাষ্ট্রের অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীন সাংবাদিকতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”

সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতি ও মতামত

অনুষ্ঠানে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয়, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন মনি খান, সাধারণ সম্পাদক আশ্রাফ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জামশেদ মিয়া, জয়েন্ট সেক্রেটারি শামিম আহমেদ, শাহপরান, নাফিও হাসান চৌধুরী, বিল্লাল হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বহু সাংবাদিক উপস্থিত ছিলেন।

কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয় বলেন, “সাংবাদিকদের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা রক্ষার জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা প্রয়োজন। সত্য সংবাদ প্রচারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু সরকারি নিপীড়নের কারণে অনেক সময় তা সম্ভব হয় না।”

সাংবাদিক নেতারা আরও বলেন, “আমরা চাই, সব রাজনৈতিক দল সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করুক। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় গণমাধ্যমকর্মীদের আরও ঐক্যবদ্ধ হওয়া দরকার।”

ইফতার ও দোয়া মাহফিল

বক্তব্য শেষে ইফতার পূর্বে দেশ, জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।