London ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কসবায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিবাহ বন্ধ : মেয়ের পরিবারকে জরিমানা, খাবার বিতরণ এতিমদের মাঝে

মো. বিল্লাল সরকার,ব্রাম্মনবাড়ীয়া  জেলা প্রতিনিধি।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় উপজেলা প্রশাসনের তৎপরতায় একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। আজ রবিবার, ১১ মে ২০২৫ ইং, উপজেলার ৫নং বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের নোয়াবাড়ি পাড়ায় এ অভিযান পরিচালনা করেন কসবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আনোয়ার মিয়ার দশম শ্রেণিতে পড়ুয়া কন্যার বিয়ের আয়োজন চলছিল। মেয়েটি উপজেলার চন্ডিদার উচ্চ বিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিয়ের জন্য প্রস্তুত রাখা খাবার জব্দ করে তা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়, যা সামাজিক দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসা অর্জন করেছে।

বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ সংঘটনের চেষ্টার অভিযোগে মেয়েটির পরিবারের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে মেয়েটি যেন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে তা নিশ্চিত করতে বিদ্যালয়ের এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও মো. ছামিউল ইসলাম বলেন, “বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এটি আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলে দেয়। আমরা চাই প্রতিটি মেয়ে তার স্বপ্ন পূরণের সুযোগ পাক, বিয়ের বয়স না হলে যেন কেউ তাকে বাধ্য না করতে পারে।”

কসবা উপজেলা প্রশাসন এ ধরনের সামাজিক অপরাধ রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সমাজকর্মীদেরও এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।

 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০১:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
১০
Translate »

কসবায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিবাহ বন্ধ : মেয়ের পরিবারকে জরিমানা, খাবার বিতরণ এতিমদের মাঝে

আপডেট : ০১:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় উপজেলা প্রশাসনের তৎপরতায় একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। আজ রবিবার, ১১ মে ২০২৫ ইং, উপজেলার ৫নং বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের নোয়াবাড়ি পাড়ায় এ অভিযান পরিচালনা করেন কসবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আনোয়ার মিয়ার দশম শ্রেণিতে পড়ুয়া কন্যার বিয়ের আয়োজন চলছিল। মেয়েটি উপজেলার চন্ডিদার উচ্চ বিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিয়ের জন্য প্রস্তুত রাখা খাবার জব্দ করে তা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়, যা সামাজিক দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসা অর্জন করেছে।

বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ সংঘটনের চেষ্টার অভিযোগে মেয়েটির পরিবারের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে মেয়েটি যেন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে তা নিশ্চিত করতে বিদ্যালয়ের এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও মো. ছামিউল ইসলাম বলেন, “বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এটি আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলে দেয়। আমরা চাই প্রতিটি মেয়ে তার স্বপ্ন পূরণের সুযোগ পাক, বিয়ের বয়স না হলে যেন কেউ তাকে বাধ্য না করতে পারে।”

কসবা উপজেলা প্রশাসন এ ধরনের সামাজিক অপরাধ রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সমাজকর্মীদেরও এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।