কসবা প্রেসক্লাবের কার্যকরী কমিটি বিলুপ্ত, তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কসবা প্রেসক্লাবের বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক স্থবিরতা, কার্যক্রমে অগ্রগতি না থাকা, নিয়মিত সভা অনুপস্থিতি এবং নানা অভ্যন্তরীণ সমস্যার প্রেক্ষাপটে ১৩ মে ২০২৫ তারিখে কসবা প্রেসক্লাব মিলনায়তনে এক বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত থেকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোঃ আব্দুল হান্নান। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ ক্লাবের কার্যকরী কমিটি সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকায় প্রেসক্লাবের সার্বিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছিল। এর ফলে সদস্যদের মধ্যে হতাশা সৃষ্টি হয় এবং ক্লাবের স্বাভাবিক কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হতে থাকে।
গঠনতন্ত্রের ১৮, ধারা-২৬ উপধারা ক/iv অনুসারে, একটি নতুন আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পুনরায় গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়। সর্বসম্মতিক্রমে তিন সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন:
ক্রম নাম পদবি
০১ প্রকৌশলী মোঃ আবদুল হাকেম সরকার আহ্বায়ক
০২ মোঃ আব্দুল হান্নান (সাবেক সভাপতি) সদস্য
০৩ অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ সদস্য
উক্ত আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে কসবা প্রেসক্লাবের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে। এ সময়ের মধ্যে তারা প্রেসক্লাবের নিয়মিত কার্যক্রম পরিচালনা, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং প্রস্তাবিত সাধারণ সভা আয়োজনের দায়িত্ব পালন করবেন।
এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে প্রেসক্লাব তার পুরোনো ঐতিহ্য ফিরে পাবে এবং কসবা অঞ্চলের সাংবাদিকতার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
বক্তৃতা শেষে আহ্বায়ক প্রকৌশলী মোঃ আবদুল হাকেম সরকার বলেন, “আমরা সকল সদস্যদের সম্মান, মতামত ও সহযোগিতা নিয়ে ক্লাবের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করবো। একটি সক্রিয়, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক প্রেসক্লাব গড়াই আমাদের প্রধান লক্ষ্য।”
সংবাদ সম্মেলনে কসবা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।