কন্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার
![](https://londonbdtv.co.uk/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
একসময় অডিও বাজারের ব্যস্ত শিল্পী ছিলেন মনি কিশোর। ছবি: সংগৃহীত
৯০ এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানীর রামপুরার বাসা থেকে শনিবার তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। এক সময়ের জনপ্রিয় এ গায়কের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। তবে রামপুরা থানা-পুলিশ জানিয়েছে, শিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে রামপুরা থানার এস আই খান আবদুর রহমান প্রথম আলোকে জানান, মনি কিশোরের ফ্ল্যাটের দরজা ভেতরের দিক থেকে আটকানো ছিল। কয়দিন সে বাসা থেকে কোনো সাড়া শব্দ পায়নি প্রতিবেশীরা। এক সময় গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। পরে পুলিশ দিয়ে তার মরদেহ উদ্ধার করে বলেও জানান তিনি।
‘কী ছিলে আমার বলো না তুমি’ গানের সেই গায়ক এখন কোথায়
![মনি কিশোর](https://images.prothomalo.com/prothomalo-bangla%2F2024-10-19%2Fqf5p9rcp%2F8a127c37a7e073a92e5202a3385e2d4c_6714005abc110.png?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640&dpr=1.0)
মনি কিশোরছবি: সংগৃহীত
মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গাননি। মূলত, অডিওতে চুটিয়ে কাজ করেছেন। তাঁর জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য। তাঁর সবচেয়ে শ্রোতাপ্রিয় গান ‘কী ছিলে আমার’ তাঁরই সুর করা, তাঁরই লেখা।
![মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন](https://images.prothomalo.com/prothomalo-bangla%2F2024-10-19%2Fg89dpdyn%2Fmoni_kishor_17293630551_1729363644.webp?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640&dpr=1.0)
মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেনছবি: সংগৃহীত
২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন মনি কিশোর। প্রসঙ্গত, মনি কিশোর তাঁর পোশাকি নাম। প্রকৃত নাম মনি মণ্ডল। কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নামের সঙ্গে ‘কিশোর’ জুড়ে নিয়েছিলেন।
![মনি কিশোর](https://images.prothomalo.com/prothomalo-bangla%2F2024-10-19%2F82y4x0ab%2Fmaxresdefault.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640&dpr=1.0)
মনি কিশোর