London ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দুর্গাপুরে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত ট্রাক চাপায় মোটরসাইকেল আরহি নিহত কালিয়াকৈরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালিয়াকৈরে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ” ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা- ২০২৫ উদ্বোধন হয়েছে ডাল মিলকে ২ লাখ টাকা জড়িমানা বারহাট্টায় চোরাচালানের বিপুল সংখ্যক ভারতীয় শাড়ী ও থ্রি পিসসহ আটক ২ সিংড়ায় ৩১ দফার প্রচারণায় বিএনপি নেতা দাউদার মাহমুদ কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন, আব্দুল হান্নান সভাপতি, মকিস মনসুর, সম্পাদক নির্বা‌চিত নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ঝুমা তালুকদার ঢাকায় গ্রেপ্তার

‘এখন আমাদের প্রযোজক হওয়া ছাড়া উপায় নেই’

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলা গানের নতুন প্ল্যাটফর্ম ‘মিউজিক আলফা’ছবি : আয়োজকদের সৌজন্যে

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলা গানের নতুন প্ল্যাটফর্ম ‘মিউজিক আলফা’। বিশ্বসাহিত্য কেন্দ্রে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লোগো উন্মোচনের মধ্য দিয়ে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। মিউজিক আলফা আইয়ের পক্ষে সংগীতশিল্পী শান শায়েক বলেন, ‘গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও কয়েকজন শিল্পীর সমন্বয়ে আমাদের মিউজিক আলফা। এখানে আমরা প্রত্যেকে সমানভাবে কাজ করছি। বাংলা গানকে আরও সমৃদ্ধ ও ছড়িয়ে দিতে আমাদের এ প্ল্যাটফর্ম।’

এদিকে নতুন এই উদ্যোগকে স্বাগত জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল মুক্তাদির, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব জাকিরুল আবেদীন আপেল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুবর্ণা নাঈমা ও সংগীতশিল্পী সুজিত মুস্তফা, ক্লোজআপ তারকা সাব্বির প্রমুখ।

কেন এমন একটি উদ্যোগের কথা ভেবেছেন? জবাবে শান শায়েক বলেন, ‘সারা বাংলাদেশে যখন একটা সংকট সময় চলে, তখন আমাদের মিউজিশিয়ান কমিউনিটি, বিশেষ করে শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক যাঁরা আছেন, তাঁরাই সবচেয়ে বেশি সংকটে পড়েন। বিনোদন অঙ্গন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অথচ আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো এই সময়েও বিশ্বব্যাপী রাজস্ব নিজেদের ঘরে তুলছে। বাংলাদেশের অনেক শিল্পীই কিন্তু এই অনলাইন আয় সম্পর্কে জানেন না। এদিকে যেহেতু অনেক প্রযোজক এখন মিউজিকে বিনিয়োগ করছেন না, আমাদেরও দেয়ালে পিঠ ঠেকে গেছে, ভিন্ন উপায় খুঁজছিলাম। এই সময়ে ভাবলাম, আমরা যাঁরা সৃজনশীল মানুষ, সবাইকে একত্র হয়ে নিজেদের যেসব কনটেন্ট আছে, তা প্রকাশের উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে পুরো পৃথিবী থেকে রাজস্ব আসার বিশাল সম্ভাবনা রয়েছে। সেই রাজস্বের কথা ভেবেছি, এটাও সম্ভব করতে একজন আরেকজনের পাশে দাঁড়ালেই সম্ভব, তা–ও মনে করেছি। তা ছাড়া এটা কখনোই সম্ভব নয়। একতাই শক্তি, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। তাই সিদ্ধান্ত, এখন আমাদের প্রযোজক হওয়া ছাড়া উপায় নেই।’

প্রযোজনার পদ্ধতি সম্পর্কে শান বললেন, ‘আমাদের প্রযোজনার পদ্ধতি হচ্ছে সবার মেধা ও সৃজনশীলতা আছে, এটাই হচ্ছে আমাদের বিনিয়োগ। যেমন শিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক ভিডিও নির্মাতা সবাই মিলে আমরা একটা গান তৈরি করব, এরপর সেই গান আমরা আন্তর্জাতিকভাবে প্রকাশ করব। সেখান থেকে একটা ভালো আয় নিঃসন্দেহে আসবে, এটা আমি বিশ্বাস করি।। আমরা কারও ওপর আসলে নির্ভরশীল হব না। সবাই সবার জন্য কাজ করে যাচ্ছি। এটা নিয়ে আমি অনেক দিন ধরে গবেষণা করছি। অবশেষে যখন সিদ্ধান্ত চূড়ান্ত করলাম, তখনই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা করলাম।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০২:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
৭৭
Translate »

‘এখন আমাদের প্রযোজক হওয়া ছাড়া উপায় নেই’

আপডেট : ০২:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলা গানের নতুন প্ল্যাটফর্ম ‘মিউজিক আলফা’ছবি : আয়োজকদের সৌজন্যে

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলা গানের নতুন প্ল্যাটফর্ম ‘মিউজিক আলফা’। বিশ্বসাহিত্য কেন্দ্রে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লোগো উন্মোচনের মধ্য দিয়ে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। মিউজিক আলফা আইয়ের পক্ষে সংগীতশিল্পী শান শায়েক বলেন, ‘গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও কয়েকজন শিল্পীর সমন্বয়ে আমাদের মিউজিক আলফা। এখানে আমরা প্রত্যেকে সমানভাবে কাজ করছি। বাংলা গানকে আরও সমৃদ্ধ ও ছড়িয়ে দিতে আমাদের এ প্ল্যাটফর্ম।’

এদিকে নতুন এই উদ্যোগকে স্বাগত জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল মুক্তাদির, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব জাকিরুল আবেদীন আপেল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুবর্ণা নাঈমা ও সংগীতশিল্পী সুজিত মুস্তফা, ক্লোজআপ তারকা সাব্বির প্রমুখ।

কেন এমন একটি উদ্যোগের কথা ভেবেছেন? জবাবে শান শায়েক বলেন, ‘সারা বাংলাদেশে যখন একটা সংকট সময় চলে, তখন আমাদের মিউজিশিয়ান কমিউনিটি, বিশেষ করে শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক যাঁরা আছেন, তাঁরাই সবচেয়ে বেশি সংকটে পড়েন। বিনোদন অঙ্গন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অথচ আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো এই সময়েও বিশ্বব্যাপী রাজস্ব নিজেদের ঘরে তুলছে। বাংলাদেশের অনেক শিল্পীই কিন্তু এই অনলাইন আয় সম্পর্কে জানেন না। এদিকে যেহেতু অনেক প্রযোজক এখন মিউজিকে বিনিয়োগ করছেন না, আমাদেরও দেয়ালে পিঠ ঠেকে গেছে, ভিন্ন উপায় খুঁজছিলাম। এই সময়ে ভাবলাম, আমরা যাঁরা সৃজনশীল মানুষ, সবাইকে একত্র হয়ে নিজেদের যেসব কনটেন্ট আছে, তা প্রকাশের উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে পুরো পৃথিবী থেকে রাজস্ব আসার বিশাল সম্ভাবনা রয়েছে। সেই রাজস্বের কথা ভেবেছি, এটাও সম্ভব করতে একজন আরেকজনের পাশে দাঁড়ালেই সম্ভব, তা–ও মনে করেছি। তা ছাড়া এটা কখনোই সম্ভব নয়। একতাই শক্তি, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। তাই সিদ্ধান্ত, এখন আমাদের প্রযোজক হওয়া ছাড়া উপায় নেই।’

প্রযোজনার পদ্ধতি সম্পর্কে শান বললেন, ‘আমাদের প্রযোজনার পদ্ধতি হচ্ছে সবার মেধা ও সৃজনশীলতা আছে, এটাই হচ্ছে আমাদের বিনিয়োগ। যেমন শিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক ভিডিও নির্মাতা সবাই মিলে আমরা একটা গান তৈরি করব, এরপর সেই গান আমরা আন্তর্জাতিকভাবে প্রকাশ করব। সেখান থেকে একটা ভালো আয় নিঃসন্দেহে আসবে, এটা আমি বিশ্বাস করি।। আমরা কারও ওপর আসলে নির্ভরশীল হব না। সবাই সবার জন্য কাজ করে যাচ্ছি। এটা নিয়ে আমি অনেক দিন ধরে গবেষণা করছি। অবশেষে যখন সিদ্ধান্ত চূড়ান্ত করলাম, তখনই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা করলাম।’