কসবা উপজেলার তালতলায় অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সি.টি.এল)-এর উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত জীবনের পথে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে কসবা উপজেলার তালতলা গ্রামে, তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে “মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ”। অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সি.টি.এল)-এর উদ্যোগে আয়োজিত এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয় আজ সোমবার বিকাল ৪টায় তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ছামিউল ইসলাম। শুভ উদ্ভোদক ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ গোলাম সরোয়ার। প্রধান আকর্ষণ হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন কসবা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল কাদের, যিনি দীর্ঘদিন ধরে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সি.টি.এল)-এর সভাপতি মোঃ আসফাতুল হোসেন ভূঁইয়া এলমান। উৎসবমুখর পরিবেশে খেলা উদ্বোধন করা হয় তাঁর সভাপতিত্বে। মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও বিপুল সংখ্যক দর্শক।
এই অনুস্ঠানটির শুরু থেকে শেষ পর্যন্ত ধারাভাষ্যকার ছিলেন জনাব এস এ বিপ্লব, বিশিষ্ট সমাজ সেবক, ক্রিড়াবিদ, সমাজকর্মী।
এই আয়োজন সফল করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন তালতলা গ্রামের সচেতন তরুণেরা—ফয়সাল, মুছা, মুন্না, জুনায়েদ, ইমন, মাহিন, বায়েজিদ, আব্দুল্লাহ, সিব্বাতুলসহ আরও অনেকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ সফিকুর রহমান, সিনিয়র শিক্ষক, কসবা সরকারী বালক উচ্চ বিদ্যালয়।
– জনাব মোঃ শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক, সৈয়দাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়,
– জনাব সাদ্দাম হোসেন সভাপতি, কসবা মহিলা মাদ্রাসা।
– জনাব মোঃ সহিদ মিয়া সাবেক মেম্বার, তালতলা ৩নং ওয়ার্ড,
– জনাব মোঃ নাসির ভূইয়া, সদস্য সচিব, কসবা উপজেলা সেচ্ছাসেবক দল।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মাসুম ও অনিক। উপস্থিত ছিলেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের -সভাপতি, জনাব সবুজ খান জয়, সেক্রেটারি, মোঃ আশ্রাফ উজ্জ্বল, দ্প্তর সম্পাদক মোঃ বিল্লাল সরকার( লন্ডন বিডি টিভি নিউজ জেলা প্রতিনিধি), মোঃ রুবেল আহমেদ, -বাংলা টিভি নিজ প্রতিনিধি, উপস্থিত ছিলেন, বিশিষ্ট অনলাইন ক্রিয়েটর জনাব গোলাম জিলানী ও মোঃ কামাল।
খেলা উপভোগ করেন বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী—
প্রধান শিক্ষক জনাব এনামুল হক, সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ হারিস,
সিনিয়র সহকারী শিক্ষক জনাবা তাসলিমা আক্তার, জনাব নুরে আলম, ও জনাবা নাসিমা বেগম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা জরুরি। ক্রীড়ামুখী যুবক কখনো মাদকের পথে যায় না।”
সহকারী কমিশনার (ভূমি) জনাব গোলাম সরোয়ার বলেন,
“মাদকবিরোধী লড়াই শুধু সরকারের নয়, এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। তরুণদের এমন উদ্যোগ ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”
ওসি মোঃ আব্দুল কাদের বলেন,
“মাদক সমাজের এক অদৃশ্য বিষ। পরিবার, সমাজ ও প্রশাসনের যৌথ প্রচেষ্টাতেই এটি নির্মূল করা সম্ভব।”
সভাপতি মোঃ আসফাতুল হোসেন ভূঁইয়া এলমান বলেন,
“অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সি.টি.এল) শুধু সাহিত্য ও সংস্কৃতির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানবিক ও সামাজিক উন্নয়নের প্রতিটি ইতিবাচক উদ্যোগে অংশ নিতে চায়। এই আয়োজন তারই একটি অংশ।”
খেলায় অংশ নেয় দুই দল— সি.টি.এল টিমের অধিনায়ক হৃদয় এবং তালতলা পশ্চিম পাড়ার অধিনায়ক জুয়েল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা খেলা উপভোগ করেন এবং শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
দর্শকদের উচ্ছ্বাস ও শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ প্রমাণ করেছে—
তরুণরা মাদক নয়, খেলাধুলাই বেছে নিতে চায়।
ম্যাচের মূল বার্তা ছিল—“মাদক ছেড়ে খেলায় মন।”
এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং তরুণ সমাজে এক অনুপ্রেরণামূলক বার্তা—
“তরুণই শক্তি, তরুণই বল; মাদক নয়, খেলাধুলাই আমাদের ভবিষ্যৎ।”
আজকের খেলাটি ০-১ গোলে বিজয়ী লাভ করেছে।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে মাদকবিরোধী চেতনা জাগিয়ে তুলবে এবং যুব সমাজকে ইতিবাচক জীবনের পথে এগিয়ে দেবে।