London ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আরেকটি বিধ্বংসী দ্বিশতক হাঁকালেন রিজভি

স্পোর্টস ডেস্ক

বিধ্বংসী ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরির হাঁকানোর পরের ম্যাচে রান পাননি। তার পরের ম্যাচে আবারও উত্তাল সামির রিজভির ব্যাট। পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয় বিধ্বংসী ডাবল সেঞ্চুরি উপহার দিলেন ভারতের এই তরুণ ব্যাটার।

ভারতের ৫০ ওভারের টুর্নামেন্ট অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফির ম্যাচে বুধবার বিদর্ভের বিপক্ষে ১৮ ছক্কা ও ১০ চারে ১০৫ বলে অপরাজিত ২০২ রানের ইনিংস খেলেন রিজভি।

চারে নেমে অধিনায়কের খেলা এই বিস্ফোরক ইনিংসে ৪০৭ রানের লক্ষ্য উত্তর প্রদেশ পেরিয়ে যায় ৪১.২ ওভারেই! ৮ উইকেটের বড় জয় তুলে নেয় তারা।

তৃতীয় উইকেটে শোয়েব সিদ্দিকির সঙ্গে ১৭৩ বলে অবিচ্ছিন্ন ২৯৬ রানের জুটি গড়েন রিজভি। যেখানে তার একার অবদানই ১০৫ বলে ২০২। শোয়েব অপরাজিত থাকেন ৭৩ বলে ৯৬ রানে।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে গুজরাটের বিপক্ষে ২টি করে ছক্কা-চারে ৩০ বলে ২৭ রান করে আউট হয়ে যান রিজভি। দ্বিতীয় ম্যাচে পুদুচেরির বিপক্ষে করেন ১১ চার ও ১০ ছক্কার ৬৯ বলে অপরাজিত ১৩৭ রান।

হিমাচলপ্রদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচে আরও উত্তাল হয়ে ওঠে রিজভির ব্যাট। এবার খেলেন ১৪টি চার ও ১২ ছক্কায় ১১৪ বলে ১৫৩ রানের ইনিংস।

আর ত্রিপুরার বিপক্ষে গত শনিবার তো রিজভি রীতিমতো তাণ্ডবলীলা চালান। গড়েন টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড। ডাবল সেঞ্চুরিতে পৌঁছতে খরচ করেন মোটে ৯৭টি বল। ২০ ছক্কা ও ১৩ চারে ৯৭ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলেন রিজভি। গড়েন ভারতের ছেলেদের অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফির ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তি।

পরের ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে তিনি আউট হয়ে যান ৭ বলে ৮ রান করে। এরপরই করলেন আরেকটি ডাবল সেঞ্চুরি।

ক্রিজে এসেই ছক্কা হাঁকানোর বিরল ক্ষমতা রয়েছে রিজভির। উত্তর প্রদেশে রিজভিকে বলা হয় ‘ডানহাতি সুরেশ রায়না।’ গত আইপিএলের নিলামে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। ৮ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস।

গতবছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল অভিষেকেই বড় শট নেওয়ার দক্ষতার প্রমাণ দিয়েছেন। পরে যদিও ভালো করতে পারেননি। সব মিলিয়ে ওই আসরে ৮ ম্যাচে করেন কেবল ৫১ রান। তাকে ছেড়ে দেয় চেন্নাই।

এবছর আইপিএলের মেগা নিলামে তাকে ৯৫ লক্ষ টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস। আসর শুরুর আগে নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে আশ্বস্ত করেই চলেছেন তিনি।

এখন পর্যন্ত আসরে ৬ ইনিংসে ২৪২.৬৭ গড় ও ১৭২.৫১ স্ট্রাইক রেটে তার রান ৭২৮। যেখানে ৫২ চারের পাশাপাশি তিনি ছক্কা হাঁকিয়েছেন ৬২টি!

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১০:১৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
১৩
Translate »

আরেকটি বিধ্বংসী দ্বিশতক হাঁকালেন রিজভি

আপডেট : ১০:১৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বিধ্বংসী ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরির হাঁকানোর পরের ম্যাচে রান পাননি। তার পরের ম্যাচে আবারও উত্তাল সামির রিজভির ব্যাট। পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয় বিধ্বংসী ডাবল সেঞ্চুরি উপহার দিলেন ভারতের এই তরুণ ব্যাটার।

ভারতের ৫০ ওভারের টুর্নামেন্ট অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফির ম্যাচে বুধবার বিদর্ভের বিপক্ষে ১৮ ছক্কা ও ১০ চারে ১০৫ বলে অপরাজিত ২০২ রানের ইনিংস খেলেন রিজভি।

চারে নেমে অধিনায়কের খেলা এই বিস্ফোরক ইনিংসে ৪০৭ রানের লক্ষ্য উত্তর প্রদেশ পেরিয়ে যায় ৪১.২ ওভারেই! ৮ উইকেটের বড় জয় তুলে নেয় তারা।

তৃতীয় উইকেটে শোয়েব সিদ্দিকির সঙ্গে ১৭৩ বলে অবিচ্ছিন্ন ২৯৬ রানের জুটি গড়েন রিজভি। যেখানে তার একার অবদানই ১০৫ বলে ২০২। শোয়েব অপরাজিত থাকেন ৭৩ বলে ৯৬ রানে।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে গুজরাটের বিপক্ষে ২টি করে ছক্কা-চারে ৩০ বলে ২৭ রান করে আউট হয়ে যান রিজভি। দ্বিতীয় ম্যাচে পুদুচেরির বিপক্ষে করেন ১১ চার ও ১০ ছক্কার ৬৯ বলে অপরাজিত ১৩৭ রান।

হিমাচলপ্রদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচে আরও উত্তাল হয়ে ওঠে রিজভির ব্যাট। এবার খেলেন ১৪টি চার ও ১২ ছক্কায় ১১৪ বলে ১৫৩ রানের ইনিংস।

আর ত্রিপুরার বিপক্ষে গত শনিবার তো রিজভি রীতিমতো তাণ্ডবলীলা চালান। গড়েন টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড। ডাবল সেঞ্চুরিতে পৌঁছতে খরচ করেন মোটে ৯৭টি বল। ২০ ছক্কা ও ১৩ চারে ৯৭ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলেন রিজভি। গড়েন ভারতের ছেলেদের অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফির ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তি।

পরের ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে তিনি আউট হয়ে যান ৭ বলে ৮ রান করে। এরপরই করলেন আরেকটি ডাবল সেঞ্চুরি।

ক্রিজে এসেই ছক্কা হাঁকানোর বিরল ক্ষমতা রয়েছে রিজভির। উত্তর প্রদেশে রিজভিকে বলা হয় ‘ডানহাতি সুরেশ রায়না।’ গত আইপিএলের নিলামে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। ৮ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস।

গতবছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল অভিষেকেই বড় শট নেওয়ার দক্ষতার প্রমাণ দিয়েছেন। পরে যদিও ভালো করতে পারেননি। সব মিলিয়ে ওই আসরে ৮ ম্যাচে করেন কেবল ৫১ রান। তাকে ছেড়ে দেয় চেন্নাই।

এবছর আইপিএলের মেগা নিলামে তাকে ৯৫ লক্ষ টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস। আসর শুরুর আগে নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে আশ্বস্ত করেই চলেছেন তিনি।

এখন পর্যন্ত আসরে ৬ ইনিংসে ২৪২.৬৭ গড় ও ১৭২.৫১ স্ট্রাইক রেটে তার রান ৭২৮। যেখানে ৫২ চারের পাশাপাশি তিনি ছক্কা হাঁকিয়েছেন ৬২টি!