London ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পুলিশের উপস্থিতি টের পেয়ে পাশের বাসায় অবস্থান নেয় মোমিন ও সুবা কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে জরিমানা কালিয়াকৈর দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবীতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ চুয়াডাঙ্গার সীমান্ত থেকে বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ ফরিদপুরের খাজা আগে যুবলীগ এখন যুবদল পরিচয়ে ত্রাসের রাজত্ব জানুয়ারিতে সড়কে নিহত ৬০৮ যেভাবে খোঁজ মিললো নিখোঁজ কিশোরী সুবার ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন ফুটবলার সুমাইয়া

আর জি কর হাসপাতাল ধর্ষণ-হত্যাকাণ্ড: ৮০টি সংগঠন নিয়ে গড়া হয়েছে ‘অভয়া মঞ্চ’

কলকাতার আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে মিছিল

কলকাতার আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে আবার সরব হয়েছে কলকাতার ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস’ নামের একটি সংগঠন। তাদের উদ্যোগে গতকাল সোমবার ন্যায়বিচারের দাবিতে নতুন করে ৮০টি সংগঠন নিয়ে গড়া হয়েছে ‘অভয়া মঞ্চ’। এই মঞ্চ নারী চিকিৎসক ধর্ষণ–হত্যাকাণ্ডের অবিলম্বে তদন্ত শেষ করে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার দাবিতে শুরু করছে নতুন করে আন্দোলন।

এই আন্দোলনের মূল উদ্যোক্তা জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এই ধর্ষণ-হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত, তাদের নাম জানতে চায়।

গত ১০ আগস্ট খুন হন ওই নারী চিকিৎসক। এখন পর্যন্ত একমাত্র আসামি সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে প্রথম অভিযোগপত্র দেয় সিবিআই। যদিও চিকিৎসকেরা এই একজনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রকে মেনে নিতে পারছেন না। তাঁদের দাবি, এই হত্যাকাণ্ড একজন ঘটাতে পারে না। জড়িত থাকতে পারে আরও অনেকে। এখন অন্যদের আড়াল করা হচ্ছে। তাই চিকিৎসকেরা দাবি তুলেছেন, অবিলম্বে সব দোষী ব্যক্তির নাম প্রকাশ করে আবার অতিরিক্ত অভিযোগপত্র দিক সিবিআই। সিবিআই এই প্রথম পর্যায়ে একজনের বিরুদ্ধে চার্জশিট দিয়ে ঘোষণা দিয়েছে, এই হত্যাকাণ্ডের তদন্ত এখনো চলছে।

এই হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের চিকিৎসকদের একাংশ তীব্র আন্দোলন গড়ে তোলেন। শুরু করেন আমরণ অনশন আন্দোলন। এরই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন। শোনেন তাঁদের ১০ দফা দাবির কথা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা অধিকাংশ দাবি মেনে নিলেও রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের  ইস্তফার দাবি মেনে নেননি । তবু খুন হওয়া নারী চিকিৎসকের বাবা–মায়ের আরজিতে জুনিয়র চিকিৎসকেরা অনশনের ১৭ দিনের মাথায় অনশন প্রত্যাহার করে নেন। ৫ অক্টোবর শুরু করেছিলেন এই আমরণ অনশন। যোগ দিয়েছিলেন কলকাতা ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ জন জুনিয়র চিকিৎসক। এর মধ্যে ৬ জন অসুস্থ হলে তাঁদের চিকিৎসা হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। অনশন তোলার পর জুনিয়র চিকিৎসকেরা ঘোষণা দেন, নারী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

এরই ধারাবাহিকতায় গতকাল এই রাজ্যের ৮০টি বিভিন্ন পেশার সংগঠন নিয়ে গড়া হয় ‘অভয়া মঞ্চ’। তাদের মূল দাবি, নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রকাশ্যে ও অপ্রকাশ্যে জড়িত ব্যক্তিদের নাম সিবিআইকে প্রকাশ করতে হবে। একই সঙ্গে তদন্ত শেষ করে সব দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

অভয়া মঞ্চ আগামীকাল বুধবার কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে থাকা সিবিআই দপ্তর অভিযান করবে। দাবি জানাবে দ্রুত তদন্ত ও বিচারের।

৩০ অক্টোবর হবে রাজ্য মেডিকেল কাউন্সিলের দপ্তরের সামনে থেকে মশালমিছিল। ৫ নভেম্বর হবে দ্রোহের আলো জ্বালো কর্মসূচি। ৭ নভেম্বর হবে জনতার চার্জশিট কর্মসূচি। আয়োজন করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস।

জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন বেগবান করতে শনিবার সরকারি দলের মদতে আর জি কর হাসপাতালে তৈরি হয়েছে জুনিয়র চিকিৎসকদের পাল্টা সংগঠন পশ্চিমবঙ্গ জুনিয়র চিকিৎসক অ্যাসোসিয়েশন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৩:৩২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
২৪
Translate »

আর জি কর হাসপাতাল ধর্ষণ-হত্যাকাণ্ড: ৮০টি সংগঠন নিয়ে গড়া হয়েছে ‘অভয়া মঞ্চ’

আপডেট : ০৩:৩২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

কলকাতার আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে মিছিল

কলকাতার আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে আবার সরব হয়েছে কলকাতার ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস’ নামের একটি সংগঠন। তাদের উদ্যোগে গতকাল সোমবার ন্যায়বিচারের দাবিতে নতুন করে ৮০টি সংগঠন নিয়ে গড়া হয়েছে ‘অভয়া মঞ্চ’। এই মঞ্চ নারী চিকিৎসক ধর্ষণ–হত্যাকাণ্ডের অবিলম্বে তদন্ত শেষ করে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার দাবিতে শুরু করছে নতুন করে আন্দোলন।

এই আন্দোলনের মূল উদ্যোক্তা জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এই ধর্ষণ-হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত, তাদের নাম জানতে চায়।

গত ১০ আগস্ট খুন হন ওই নারী চিকিৎসক। এখন পর্যন্ত একমাত্র আসামি সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে প্রথম অভিযোগপত্র দেয় সিবিআই। যদিও চিকিৎসকেরা এই একজনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রকে মেনে নিতে পারছেন না। তাঁদের দাবি, এই হত্যাকাণ্ড একজন ঘটাতে পারে না। জড়িত থাকতে পারে আরও অনেকে। এখন অন্যদের আড়াল করা হচ্ছে। তাই চিকিৎসকেরা দাবি তুলেছেন, অবিলম্বে সব দোষী ব্যক্তির নাম প্রকাশ করে আবার অতিরিক্ত অভিযোগপত্র দিক সিবিআই। সিবিআই এই প্রথম পর্যায়ে একজনের বিরুদ্ধে চার্জশিট দিয়ে ঘোষণা দিয়েছে, এই হত্যাকাণ্ডের তদন্ত এখনো চলছে।

এই হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের চিকিৎসকদের একাংশ তীব্র আন্দোলন গড়ে তোলেন। শুরু করেন আমরণ অনশন আন্দোলন। এরই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন। শোনেন তাঁদের ১০ দফা দাবির কথা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা অধিকাংশ দাবি মেনে নিলেও রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের  ইস্তফার দাবি মেনে নেননি । তবু খুন হওয়া নারী চিকিৎসকের বাবা–মায়ের আরজিতে জুনিয়র চিকিৎসকেরা অনশনের ১৭ দিনের মাথায় অনশন প্রত্যাহার করে নেন। ৫ অক্টোবর শুরু করেছিলেন এই আমরণ অনশন। যোগ দিয়েছিলেন কলকাতা ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ জন জুনিয়র চিকিৎসক। এর মধ্যে ৬ জন অসুস্থ হলে তাঁদের চিকিৎসা হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। অনশন তোলার পর জুনিয়র চিকিৎসকেরা ঘোষণা দেন, নারী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

এরই ধারাবাহিকতায় গতকাল এই রাজ্যের ৮০টি বিভিন্ন পেশার সংগঠন নিয়ে গড়া হয় ‘অভয়া মঞ্চ’। তাদের মূল দাবি, নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রকাশ্যে ও অপ্রকাশ্যে জড়িত ব্যক্তিদের নাম সিবিআইকে প্রকাশ করতে হবে। একই সঙ্গে তদন্ত শেষ করে সব দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

অভয়া মঞ্চ আগামীকাল বুধবার কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে থাকা সিবিআই দপ্তর অভিযান করবে। দাবি জানাবে দ্রুত তদন্ত ও বিচারের।

৩০ অক্টোবর হবে রাজ্য মেডিকেল কাউন্সিলের দপ্তরের সামনে থেকে মশালমিছিল। ৫ নভেম্বর হবে দ্রোহের আলো জ্বালো কর্মসূচি। ৭ নভেম্বর হবে জনতার চার্জশিট কর্মসূচি। আয়োজন করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস।

জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন বেগবান করতে শনিবার সরকারি দলের মদতে আর জি কর হাসপাতালে তৈরি হয়েছে জুনিয়র চিকিৎসকদের পাল্টা সংগঠন পশ্চিমবঙ্গ জুনিয়র চিকিৎসক অ্যাসোসিয়েশন।