আত্রাইয়ে জমি দখলের চেষ্টার বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর ফেসবুক লাইভে তীব্র প্রতিবাদ

নওগাঁর আত্রাইয়ে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। সম্প্রতি একটি কল রেকর্ড ফাঁস হওয়ার পর জমি সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ২নং ভোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম সুজন।
১৭ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে সুজন এ ঘটনার প্রতিবাদ করেন এবং এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানান।
তিনি বলেন,আমার প্রতিপক্ষ একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাহের ও তোফার জমি সংক্রান্ত একটি ঘটনায় আমাকে জড়ানোর অপচেষ্টা চলছে, যা আমি তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ করছি।
সুজনের দাবি, তাহেরের ছেলে রানা নিজেই তাকে ফোন করে কল রেকর্ডে স্বীকার করেছে যে, তার (সুজনের) কাছ থেকে ৫ লাখ টাকার মতো চাঁদা নেওয়া হয়েছে। সেই রেকর্ড এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন,একটি মহল আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলক পোস্ট দিয়েছে। তবে জনগণের প্রতিক্রিয়ায় তারা পোস্টটি ডিলিট করতে বাধ্য হয়েছে।
চেয়ারম্যান পদপ্রার্থী সুজন স্পষ্ট করে বলেন,আমি কখনো দখলবাজ, চাঁদাবাজ বা দুর্নীতিবাজদের প্রশ্রয় দিই না। বরং তাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকি। এ কারণেই তারা আমাকে প্রতিপক্ষ হিসেবে দেখে এবং ঘায়েল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে।
তিনি ফেক আইডি থেকে চালানো অপপ্রচারের বিরুদ্ধেও বক্তব্য রাখেন এবং জানান,জনগণ এসব ফেক আইডির পোস্টেরও প্রতিবাদ করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই।লাইভের শেষের দিকে তিনি বলেন,আমি বিচলিত নই। আমি ন্যায় ও সত্যের পক্ষে আছি এবং থাকব। যারা এই ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সোশ্যাল মিডিয়ায় তাঁর এই প্রতিবাদ ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই মন্তব্য করে তাঁকে সাহসিকতার জন্য অভিনন্দন জানিয়েছেন।