আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ জিসান (২২) নামে এক কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী সেনারবাদী এলাকায় কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাদের ওপর নজর রাখে। এ সময় তাদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হয়। স্থানীয়রা বস্তাটি খুলে দেখতে চাইলে ওই যুবকরা দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে স্থানীয়রা জিসানকে আটক করতে সক্ষম হয়, আর বাকিরা পালিয়ে যায়। বস্তাটি খুলে দেখা যায়, এর ভেতরে দেশীয় অস্ত্র লুকানো ছিল।
পরে স্থানীয়রা বিষয়টি আখাউড়া থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক জিসানকে থানায় নিয়ে যায়।
আটককৃত জিসান আখাউড়া পৌরসভার কলেজ পাড়ার বাসিন্দা মো. মনির সরকারের ছেলে।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “স্থানীয়দের সহযোগিতায় কিশোর গ্যাং সদস্য জিসানকে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে গেছে, যা স্থানীয়দের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
স্থানীয়রা জানিয়েছেন, আটক জিসানসহ তার সঙ্গীরা এলাকায় বিভিন্ন সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। বিশেষ করে মাদক সেবন, ভয়ভীতি দেখানো, চাঁদাবাজির মতো নানা অপরাধে তারা জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা প্রশাসনের প্রতি কিশোর গ্যাং নির্মূলে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে যুবসমাজ বিপথগামী না হয়।