আখাউড়ায় অটোরিকশা চালকের ছুরিকাঘাতে মিষ্টির দোকান কর্মচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের ছুরিকাঘাতে জীবন মিয়া (২৬) নামের এক মিষ্টির দোকানের কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের ব্যস্ততম সড়কবাজার এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
নিহত জীবন মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সড়কবাজার এলাকার জনপ্রিয় মিষ্টির দোকান ‘ভিআইপি সুইটমিট’-এ কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। কর্মঠ, শান্ত স্বভাবের যুবক হিসেবে স্থানীয়দের কাছে জীবন পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় দোকানের পণ্য আনতে গিয়ে রাস্তায় অটোরিকশা চালক সাফায়েতের সঙ্গে জীবন মিয়ার কথা কাটাকাটি হয়। প্রাথমিকভাবে এটি ছিল তুচ্ছ এক ভুল বোঝাবুঝি, তবে কিছুক্ষণ পরই তা ভয়াবহ রূপ নেয়।
ক্ষুব্ধ সাফায়েত কিছুক্ষণ পর ধারালো ছুরি হাতে দোকানে গিয়ে জীবনের ওপর হামলা চালায়। একপর্যায়ে সে জীবনের বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত জীবন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় দোকানিরা চিৎকারে এগিয়ে এসে সাফায়েতকে আটক করে গণধোলাই দেয়।
পরে আহত অবস্থায় জীবন মিয়া ও সাফায়েতকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সেখানে জীবন মিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, আহত সাফায়েত প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন,
“ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত অটোরিকশা চালক সাফায়েতকে আটক রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি ব্যক্তিগত বিরোধজনিত বলে মনে হচ্ছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।”
ঘটনাটিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ী ও দোকান মালিকরা বলেন, জীবন মিয়া ছিলেন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী একজন যুবক। তার আকস্মিক মৃত্যুতে সবাই হতবাক। তারা দ্রুত বিচার দাবি করেছেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রস্তুতির কাজ চলছে। আখাউড়া থানার তদন্ত দল ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে।

























