London ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অর্থের অভাবে ঈদগাহ মাঠের সংস্কারের কাজ আটকে আছে

আবু হাসান আনছারী - কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ২ নং রায়গঞ্জ ইউনিয়নের দামাল গ্রাম কুড়ারপাড় ঈদগা মাঠ সংস্করণের ওভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে ।
স্থানীয় চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ (মন্ডল)
দেয়া বিশেষ বরাদ্দের মাধ্যমে কিছু অংশ জায়গা ভরাট করা হলেও মাঠটির অধিকাংশ জায়গা এখনো
রয়েছে ডোবা ও পানিবদ্ধতা ।
এতে আসন্ন ঈদ উল ফিতরের ঈদের নামাজ নিয়ে শঙ্কিত এলাকার পাচটি গ্রামের সহস্রাধিক মুসল্লী ।

জানা যায়, ২০০৬ সালে ২ নং রায়গঞ্জ ইউনিয়নের দামাল গ্রাম কুড়ারপাড় গ্রামের মৌজায় আনুমানিক ৩২ শতাংশ জায়গার ওপর এলাকাবাসী একটি ঈদগাহ মাঠ নির্মাণ করেন ।
যার নাম করণ করা হয় দামাল গ্রাম কুড়ারপাড় ঈদগাহ মাঠ ।

কিন্তু ঈদগাহ মাঠের জায়গাটির কিছু অংশ জায়গা ডোবা পুকুর ।
এলাকাবাসীর প্রচেষ্টায় মাঠের এক অংশ বাকি রেখে পুরো ভরাট করে পাঁচ বছর ধরে পাঁচটি গ্রামের প্রায় ১ হাজারেরও অধিক মুসল্লী ঈদের নামাজ আদায় করেন ।
দিনে দিনে ঈদের নামাজে বিভিন্ন স্থান থেকেও মুসল্লিদের আগমন ঘটছে ।
কিন্তু মাটি সংস্করণ করা না হলে আগামী ঈদের নামাজ আদায় কষ্টকর হবে বলে একাধিক এলাকাবাসী দাবি করেন ।

জমিনে গিয়ে দেখা যায় রাস্তার সাথে বেশ কিছু জায়গা সমতল হলেও, কিছু অংশ জায়গা ডোবা ও পুকুর ।
চারপাশে খোলা থাকায় গরু-ছাগলের আসা যাওয়ায় মাটির পরিবেশন নোংরা আবর্জনা ।

ঈদগা মাঠের সভাপতি ও স্থানীয়রা জানান,
আমরা পাঁচ গ্রামের জনগণ মিলে এই ঈদগাহ মাঠের ব্যবস্থা করি ।
কিন্তু অর্থনৈতিক সংকটে পুরোপুরি কাজ সম্পন্ন করতে পারছি না । এখনো কিছু অংশ জায়গা ডোবা ও পুকুর ।
এগুলো ভরাট করতে হবে ।
এখনো অনেক টাকার প্রয়োজন সরকারি বড় কোন অনুদান না পেলে আসলে এই জরাজীর্ণ পরিবেশ থেকে বের হয়ে আসতে অনেক সময় লাগবে ।

পরিচালনা কমিটির একজন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র সহ সভাপতি ” নাগেশ্বরী উপজেলা শাখার নাজির হোসেন জানান,
ঈদগা মাটি অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা । এটি সংস্করণ করা জরুরী । সে লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করেছি ।
ঈদের আগে কাজটা শেষ করতে পারলে ভালো হয় । তিনি আরও বলেন, আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৪:৪১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
১৯
Translate »

অর্থের অভাবে ঈদগাহ মাঠের সংস্কারের কাজ আটকে আছে

আপডেট : ০৪:৪১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ২ নং রায়গঞ্জ ইউনিয়নের দামাল গ্রাম কুড়ারপাড় ঈদগা মাঠ সংস্করণের ওভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে ।
স্থানীয় চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ (মন্ডল)
দেয়া বিশেষ বরাদ্দের মাধ্যমে কিছু অংশ জায়গা ভরাট করা হলেও মাঠটির অধিকাংশ জায়গা এখনো
রয়েছে ডোবা ও পানিবদ্ধতা ।
এতে আসন্ন ঈদ উল ফিতরের ঈদের নামাজ নিয়ে শঙ্কিত এলাকার পাচটি গ্রামের সহস্রাধিক মুসল্লী ।

জানা যায়, ২০০৬ সালে ২ নং রায়গঞ্জ ইউনিয়নের দামাল গ্রাম কুড়ারপাড় গ্রামের মৌজায় আনুমানিক ৩২ শতাংশ জায়গার ওপর এলাকাবাসী একটি ঈদগাহ মাঠ নির্মাণ করেন ।
যার নাম করণ করা হয় দামাল গ্রাম কুড়ারপাড় ঈদগাহ মাঠ ।

কিন্তু ঈদগাহ মাঠের জায়গাটির কিছু অংশ জায়গা ডোবা পুকুর ।
এলাকাবাসীর প্রচেষ্টায় মাঠের এক অংশ বাকি রেখে পুরো ভরাট করে পাঁচ বছর ধরে পাঁচটি গ্রামের প্রায় ১ হাজারেরও অধিক মুসল্লী ঈদের নামাজ আদায় করেন ।
দিনে দিনে ঈদের নামাজে বিভিন্ন স্থান থেকেও মুসল্লিদের আগমন ঘটছে ।
কিন্তু মাটি সংস্করণ করা না হলে আগামী ঈদের নামাজ আদায় কষ্টকর হবে বলে একাধিক এলাকাবাসী দাবি করেন ।

জমিনে গিয়ে দেখা যায় রাস্তার সাথে বেশ কিছু জায়গা সমতল হলেও, কিছু অংশ জায়গা ডোবা ও পুকুর ।
চারপাশে খোলা থাকায় গরু-ছাগলের আসা যাওয়ায় মাটির পরিবেশন নোংরা আবর্জনা ।

ঈদগা মাঠের সভাপতি ও স্থানীয়রা জানান,
আমরা পাঁচ গ্রামের জনগণ মিলে এই ঈদগাহ মাঠের ব্যবস্থা করি ।
কিন্তু অর্থনৈতিক সংকটে পুরোপুরি কাজ সম্পন্ন করতে পারছি না । এখনো কিছু অংশ জায়গা ডোবা ও পুকুর ।
এগুলো ভরাট করতে হবে ।
এখনো অনেক টাকার প্রয়োজন সরকারি বড় কোন অনুদান না পেলে আসলে এই জরাজীর্ণ পরিবেশ থেকে বের হয়ে আসতে অনেক সময় লাগবে ।

পরিচালনা কমিটির একজন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র সহ সভাপতি ” নাগেশ্বরী উপজেলা শাখার নাজির হোসেন জানান,
ঈদগা মাটি অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা । এটি সংস্করণ করা জরুরী । সে লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করেছি ।
ঈদের আগে কাজটা শেষ করতে পারলে ভালো হয় । তিনি আরও বলেন, আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন ।