বিজয় দিবসের র্যালি শেষে সিগারেট খাওয়া নিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলগেটে অবস্থিত লিপুস ক্যান্টিনে র্যালি শেষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায়, দুপুর ২টায় বিজয় দিবসের র্যালি শেষে লিপুস ক্যান্টিন থেকে ১ প্যাকেট সিগারেট, কোক এবং কেক দেওয়ার সময় শাহজাহান নামে এক ছাত্রদল কর্মী অতিরিক্ত সিগারেটের প্যাকেট নেন। এতে অপর ছাত্রদল কর্মী শফিক ক্ষিপ্ত হয়ে শাহজাহানকে গালি দেন। এ সময় বাগবিতণ্ডার এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই গ্রুপের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
মারামারির বিষয়ে জানতে চাইলে শফিক বলেন, নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয় না? এরকম হইছে, পরে সবাই মিলেমিশে সমাধান হয়েছে।
এ বিষয়ে শাহজাহান বলেন, আমাদের সংঘর্ষ হয়নি, জাস্ট কথা কাটাকাটি হয়েছে। এ বিষয়ে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবকে ফোন করলে তাকে পাওয়া যায়নি।