প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৩:৪৬ এ.এম
WHO দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ অনির্দিষ্টকালের ছুটিতে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের (SEARO) বিতর্কিত আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ শুক্রবার (১১ জুলাই) থেকে অনির্দিষ্টকালের ছুটিতে যাচ্ছেন। এর চার মাস আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা করে।
WHO মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রিয়াসুস এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে জানান, শুক্রবার থেকে সায়মা ওয়াজেদ ছুটিতে যাচ্ছেন এবং তার অনুপস্থিতিতে WHO-এর সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোমে “অফিসার ইন চার্জ” হিসেবে দায়িত্ব পালন করবেন। ড. টেড্রোস আরও জানান, ড. বোমে আগামী মঙ্গলবার, ১৫ জুলাই, নয়াদিল্লির SEARO অফিসে যোগ দেবেন।
সায়মা ওয়াজেদ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা, যিনি গত আগস্টে দেশে চলমান বিক্ষোভের মধ্যে দেশ ছেড়ে যান, তার WHO আঞ্চলিক পরিচালক হওয়ার প্রচেষ্টার সময় থেকেই এই অভিযোগগুলোর সূত্রপাত।
সায়মা ২০২৪ সালের জানুয়ারিতে অফিসে যোগ দেন, তবে তার প্রচারণা শুরু থেকেই বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে, তার প্রভাবশালী মা শেখ হাসিনা কন্যার নির্বাচনে প্রভাব খাটিয়েছেন।
দুদক জানুয়ারিতে তদন্ত শুরু করে, যা আগে Health Policy Watch-এ রিপোর্ট করা হয়েছিল।
সরকারি অভিযোগপত্র অনুযায়ী, সায়মা তার আঞ্চলিক পরিচালক হওয়ার প্রচারণার সময় তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এতে বাংলাদেশের দণ্ডবিধির ৪৬৮ ধারা (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি) এবং ৪৭১ ধারা (জাল নথি উপস্থাপন)-এর লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের আরও অভিযোগ, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার একটি সম্মানসূচক ভূমিকার উল্লেখ করে ভুলভাবে নিজেকে উপস্থাপন করেন, যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। এই ভূমিকাটি তিনি WHO পদ পেতে ব্যবহার করেন।
এই অভিযোগগুলো উপস্থাপন করেন দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম।
সায়মা ওয়াজেদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, তিনি তার প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে শুচনা ফাউন্ডেশন—যার তিনি আগে প্রধান ছিলেন—এর জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২.৮ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেন।তবে মামলার অভিযোগপত্রে এ অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত উল্লেখ নেই। অভিযোগগুলোর মধ্যে রয়েছে: দণ্ডবিধির ৪২০ ধারা (প্রতারণা ও সম্পত্তি আত্মসাত), এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা।
এই অভিযোগগুলো আনা হওয়ার পর থেকে সায়মা ওয়াজেদ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে স্বাধীনভাবে ভ্রমণ করতে পারছেন না, কারণ তিনি বাংলাদেশে গ্রেপ্তারের মুখে রয়েছেন।
Copyright © 2025 Londonbdtv.co.uk. All rights reserved.