নেত্রকোণার দুর্গাপুরে স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
নেত্রকোণার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো ৩নং চন্ডিগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা ও আলোচনা অনুষ্ঠান। রবিবার বিকেলে চন্ডিগড় বাজার এলাকায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়৷ এই আয়োজনে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইমাম হাসান আবুচান। এই অনুষ্ঠানে আলোচকরা দলকে এগিয়ে নিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। চন্ডিগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জানান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলকে আরো সুসংগঠিত করতে তারা নিবেদিত হয়ে কাজ করবেন। স্বেচ্ছাসেবক দলের এই আয়োজনে দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম আরো বেগবান করার জন্য নেতাকর্মীদের সর্বাত্মক আহ্বান জানিয়েছেন।